বর্ণমালা

 বর্ণমালা 

খাদিজা বেগম 


বর্ণমালা হয়ে থাকবো 

আমি তোমার স্মৃতির খাতায় খাতায়,

বৃষ্টি হয়ে পরবো ঝরে 

আমি তোমার চোখের পাতায় পাতায়।।


চিরতরে দূরে গেলেও 

আমি থাকবো তোমার মনের ঘরে,

আমায় ভেবে আমারি গান

গাইবে তুমি অনেক যত্ন করে।

আজকে না হয় অবহেলে 

ভরলে জীবন আমার ব্যথায় ব্যথায়।।


কাছে কাছে থাকি বলে 

আজকে না হয় মান দিলে না আমায়, 

একদিন দূরে চলে যাবো 

তবু থাকব তোমার মানের ছায়ায়।।


ঘুমের ঘোরে হাত বাড়িয়ে 

আমায় খুঁজবে যখন আঁধার রাতে,

তুমি তখন পারবেনা আর 

আমায় একটু ধরতে তোমার হাতে।।

হয়তো তখন ডাকবে আমায়

আমি সুখী থাকবো সুখের নিদ্রায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান