আল-কোরআন
আল-কোরআন
খাদিজা বেগম
কোরআন হলো আল্লাহর বাণী
যাকে তাকে বলতে হয় না কোরআন,
পবিত্র ঐ আল-কোরআন টা
যত পাড়বে তত বাড়বে সম্মান।।
পবিত্র এই কোরআনখানি
নাযিল হলো মোহাম্মাদের কাছে,
এই কোরআনের সব মানুষের
প্রশ্ন-উত্তর যত্নে লেখা আছে।
অর্থ জেনে বুঝে শুনে
পড়েন যারা তাদের বাড়বে ঈমান।।
ধর্ম নয়তো বাবা দাদার
রেখে যাও ওয়ারিশ ধন সম্পদ,
বুঝেশুনে ধর্ম মানো
নইলে তোমার সামনে মহাবিপদ।
ধর্ম হল স্রষ্টার বিধান
শুধু মানব জাতির জন্য সৃষ্টি,
সৃষ্টির সেরা মানুষ যারা
ধর্মের প্রতি থাকে তাদের দৃষ্টি।
তারাই সঠিক সত্য মানে
করেন যারা লোভ-লালসার কোরবান।।
ধার্মিক যারা তাদের কাছে
ধর্মের চেয়ে সদা মানুষ বড়,
আল্লাহর সকল আদেশ-নিষেধ
মান্য করে মানুষ সম্মান কর।
Comments
Post a Comment