দূর্নীতিবাজ আমলা
দুর্নীতিবাজ আমলা
খাদিজা বেগম
অশিক্ষিত রিক্সাওয়ালা
অথবা ওই দুর্নীতিবাজ আমলা,
ওদের মাঝে নাই ভেদাভে
দেশের মালিক হয়ে ওরা কামলা।।
দেশ সংস্কার করতে দেয় না
সংস্কারের প্রতি কাজে বাঁধা,
ওদের কর্ম কান্ড দেখে
খুব আনন্দে নাচে মোদের দাদা।
শিক্ষিত জন গাধার মতন
সংস্কারের কাজে করলো হামলা।।
পরীক্ষাটার চেয়ে বুঝি
চরণ চাটা তোমার কাছে সোজা,
প্রমোশনের পরীক্ষা দাও
বন্দ করো ঘুষের টাকা খোঁজা।।
তোমাদের লোভ স্বার্থ দেখে
থুথু ফেলা ছাড়া নাই আর কিছু,
শিক্ষিত জন কি করে হয়
ঘৃণিত লোক পশুর চেয়েও নিচু।
কর্মফলের ভয়ে হলেও
এই সুযোগে তোদের ওই লোভ সামলা।।
ভুলে যাস নে ছোট্ট ছোট্ট
শিশু বাচ্চার আত্মত্যাগের কথা,
বিবেকের চোখ মেলে দ্যাখ না
সন্তানহারা ওই মায়েদের ব্যথা।
এ দেশ তোমার আমার সবার
সংস্কারের পরিষ্কার হোক ময়লা।।
ওই পুলিশের মত যদি
মির জাফর হও ইতিহাসের পাতায়,
তোমাদের ওই সন্তানেরা
গর্বের বদলে মুখ লুকাবে লজ্জায়।
এই সুযোগে ধুয়ে মুছে
ফেলে দিও ঐ হৃদয়ের কয়লা।।
নতুন রাষ্ট্র পেতে হলে
পুরনো ওই ধ্যান ধারণা বাদ করো,
হাসিমুখে হাত বাড়িয়ে
এসো নিজের হাতে দেশটা গড়।
সততার গুন ছড়িয়ে দাও
এই দেশটাকে করো আরো উজ্জ্বলা।
#khadijabegum #newphoto #রাজনীতিবিদ #yunusgovernment #newcollection #খাদিজাবেগমেরকবিতা##কবিতাদুর্নীতিবাজআমলা
#রাষ্ট্রসংস্কার
Comments
Post a Comment