পুরুষ হয়নি কৃপণ
পুরুষ হয়নি কৃপণ
খাদিজা বেগম
যে পুরুষে হয়নি কৃপণ
নারীর জাতির প্রাপ্য সম্মান দিতে,
সেই পুরুষে অনায়াসেই
নিয়ে গেছে নারীর হৃদয় জিতে।।
তার জীবনে হয়নি কভু
আদর, সোহাগ, ভালোবাসার অভাব,
জীবন যুদ্ধে যোদ্ধা হয়ে
নারীদের মান বাঁচানো যায় স্বভাব।
নারীর মর্ম বোঝে সেই জন
যার কাছে তার বউ নাই পৌষের শীতে।।
লাভের হিসাব রেখে দিয়ে
যে নারীকে ভালোবেসে নেবে,
ফুলের মত ঘ্রান ছড়িয়ে
তার জীবনে সুখ ভরিয়ে দেবে।।
নারী পুরুষ সবাই মানুষ
কেহ নাইতো কারো থেকে ছোট,
মানুষের সম্মান দিয়ে
তোমরা সবাই মানুষ হয়ে ওঠো।
যুগে যুগে ঠাঁই নিয়েছে
পুরুষ সত্ত্বা নারীর কমল চিত্তে।।
Comments
Post a Comment