চলে যাব

 

চলে যাব
খাদিজা বেগম

চলতে চলতেই চলে যাব
থাকবো না আর আমি আমার ভিতর,
চলন্ত এই দেহ আমার
আমায় ছাড়া হয়ে রবে নিথর।।

কেউ কারাবে গোসল আবার
কেউ পড়াবে আমায় সাদা কাপড়,
কেউ আমাকে ভালোবেসে
আলতো ছোঁয়ায় করে দিবে আদর।
কেউ লাগাবে সুরমা চোখে
কেউ মাখাবে আমার গায়ে আতর।।

সবাই সেদিন বলবে কথা
আমি শুধু শুনব চুপটি করে,
সবাই আমায় বিদায় দেবে
আমি বিদায় নেব চির তরে।।

হাজারো ভার বহন করা
এই দেহটা হবে সেদিন বোঝা,
কাদের ওপর বহন করে
মাটির ঘরে রেখে দেবে সোজা।
সেদিন তোমরা কেউ হবে না
আমার জন্য কেঁদে কেঁদে কাতর।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান