ভিক্ষা করা

 ভিক্ষা করা 

খাদিজা বেগম 


স্বভাব যাদের ভিক্ষা করা 

কেমন করে হবে তারা শ্রেষ্ঠ,

নিকৃষ্ট সব চিন্তা ভাবনা 

তাইতো কাজে কর্মে ওরা দুষ্ট।।


চাকরি দেবার কথা বলে 

জনে জনে করে বেড়ায় ভিক্ষা,

মানব রুপি পশু ওরা 

ওদের মাঝে নেই মানবিক শিক্ষা।

প্রমোশন এর কথা বলে 

মেধাবীদের মেধা করে নষ্ট।।


দশের শত্রু দেশের শত্রু 

আজকে যারা ভিক্ষা করে রাস্তায়,

ওরা সবাই বিক্রিত জন 

ওদেরকে দল কিনেছে খুব সস্তায়।


রাস্তাঘাটে দোকানপাটে 

আসে যদি দলের পোষা কুকুর, 

ওদের বিষ দাঁত ভাঙ্গার জন্য 

 হাতে হাতে তৈরি রাখো মুগুর।

হৃদ মাজারে রাখবো এ দেশ 

দেশকে পেতে দেব না আর কষ্ট।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান