চাই
চাই
খাদিজা বেগম
ঘোর আঁধারে আলো নিয়ে
আমি সূর্য হয়ে উঠতে চাই,
পুষ্প সুবাস ছড়িয়ে রোজ
আমি পুষ্প হয়ে ফুটতে চাই।
সবুজ ঘাসের ডগায় ডাগায়
শিশির বিন্দু হয়ে বসতে চাই,
ঝিলের জালে শাপলা হয়ে
আমি ডানা মেলে ভাসতে চাই।
নীল সাগরের বুকের উপর
আমি ঊর্মি হয়ে ছুটতে চাই।।
দূর আকাশে পাখি হয়ে
মনের সুখে আমি উড়তে চাই,
আকাশ থেকে ছোট্ট বাসায়
ভালবাসার টানে ফিরতে চাই।
কত কিছু চাওয়া আমার
তুমি ছাড়া পূর্ণ হবে না,
একবার চলে গেলে আমি
এই ভবে আর আসা হবে না।
যে কটা দিন বেঁচে আছি
সাই তোমার প্রেম আমি লুটতে চাই।।
Comments
Post a Comment