অর্থশূন্য জীবন

 অর্থশূন্য জীবন 

খাদিজা বেগম 


বেখেয়ালি মানুষ আমি 

ভুলে ভরা আমার ছোট্ট জীবন,

বড় বড় স্বপ্ন দেখি 

স্বপ্ন ঘেরা আমার একটা ভুবন।।


নীল নীল স্বপ্ন লাল লাল স্বপ্ন 

সবুজ স্বপ্নে সাজানো ঘর বাড়ি,

দূরে দূরে উরে স্বপ্ন 

তারে আমি ধরিতে না পারি। 

আমি স্বপ্নের স্বপ্ন আমার 

মিলেমিশে থাকি আমরা আপন।।


পাখির মত উড়াল দিয়ে 

রঙ্গিন স্বপ্ন ধরে আনবো আমি,

স্বপ্ন ছাড়া যায় না বাঁচা 

স্বপ্ন আমার সবার চেয়ে দামি।।


যখন তখন স্বপ্নে বিভোর 

মাঝে মাঝে স্বপ্নে থাকি ডুবে, 

জানিনা তো আমার স্বপ্ন 

জাগবে কখন সূর্য হয়ে পুবে।

অর্থশূন্য জীবন আমার 

কানায় কানায় স্বপ্ন ভরা নয়ন।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান