Posts

Showing posts from December, 2022

আমি

 আমি খাদিজা বেগম  আমি কোন পতঙ্গ নই অগ্নি আমি নই কোন জল, আমার কাছে ছুটে আসে  মরবেই মরবে পতঙ্গ দল। আমি নই তো দুর্নীতিবাজ নৈতিকতায় অটুট আমি, দুর্নীতিবাজ মাটি দিয়ে নীতির সাথে গড়বো ভূমি। আমি গরীবে দুঃখীর হাসি  অপরাধীর নয়নের জল।। আমি বটো বৃক্ষের ছায়া নির্যাতিতা বন্ধু আমার, জুলুমকারীর শত্রু আমি ওদের কাউকে দেবো না ছাড়। ওদের জন্য সরল মানুষ  সব হারিয়ে আজকে অচল।। ওই নিরাসার আসার প্রদীপ আমি ক্ষত মনের মলম, আমি মৃত্যু আমি ধ্বংস পান করি ওই দুর্নীতির দম। দুর্নীতিকে খতম করে  নীতির চাকা রাখব স্বচল।

বীর

 বীর খাদিজা বেগম ধীরে ধীরে রাতের আঁধার  গভীর থেকে আরো গভীর, ঘুম তাড়িয়ে সব চিন্তারা  দুই নয়নে করেছে ভিড়। সবার নয়ন ঘুমে বিভোর  মোর নয়নে বৃষ্টি ঝরে, স্বপ্ন ভাঙা এই বুক আমার যন্ত্রনাতে তোলপাড় করে। অভিনয়ে কেটে যায় দিন রাতে দুঃখী মন হয় অস্থির।। বিষ মাখানো তীরে ভরা  যেন আমার এই ছোট্ট বুক, রক্তক্ষরণ সারাটা ক্ষণ সইতে পারি না এই অসুখ।  তবু মেখে রাখী আমি  আমার মুখে সুখের আবির।। পারিনা আর পারিনা তো এত কষ্ট চেপে রাখতে, অঝরে দুই চোখে ঝরে পারিনা এই অশ্রু রুখতে। মনের যুদ্ধে পরাজিত  জীবন যুদ্ধে আমি এক বীর।।

ঘুমে কেন বিভোর?

 ঘুমে কেন বিভোর খাদিজা বেগম  ঘুমে কেন বিভোর তোমরা? ওঠো ওঠো দেশ প্রেমিক, দূর্নীতির ঐ আগুন লেগে পুড়ে যাচ্ছে চারিদিক। বেঁচে থাকেও মরছো কেন  করতে হবে প্রতিবাদ, বিবেক বুদ্ধি দিয়ে ভাঙ্গো দুর্নীতির ওই চোরা হাত। সঠিক দিকে চলো সবাই  যেওনা আর পাপের দিক।। মুখ থাকিতে বোবা কেন  বল মিথ্যার বিরুদ্ধে, ঢাল তরোয়াল হয় পরাজয়  জ্ঞানীদের জ্ঞান যুদ্ধে। অন্ধকারের দিক রাখিয়া  চলো সবাই আলোর দিক।। আলোর পথে দুর্নীতি নাই সেথায় শুধু শততা, দুর্নীতির ঐ দুর্গ ভেঙ্গে  গড়বো নীতির একতা। সবাই রবো সবার তরে  হবো আমরা মানবিক।।

পাগলের মত খুঁজি

 পাগলের মত খুঁজি খাদিজা বেগম পাগলের মত খুঁজি বারবার  খুজি ফের আমি খুঁজি তোমারে, নিশি জেগে খুঁজি দিন ভর খুঁজি তোমারে খুজিয়া হারাই আমারে। তোমার কারনে অশ্রু নয়নে এই বুকেতে মোর সাহারার তাপ, তোমার হাসিতে মলিন হয়েছে  আমার মুখের খুশির ছাপ। তোমারে দেখিতে আমারি আঁখিতে নিদ্রা আসেনা আগের মত, সুস্থ শরীরে অসুখে ধরেছে হৃদয়ে জেগেছে প্রেমের ক্ষত।। আমারে ভুলিয়া তোমারি ভাবনায় জানিনা তো আমি কেন ডুবেছি? নাই কোন পরোয়া ভয় ভীতি মোর আছে ভালোবাসা ভালবেসেছি।। ঘুমের ঘোরেতে দেখেছি স্বপনে আমি জাগিয়া পাগল পাগল, আর কোথায় খুঁজবো কোথায় তুমি? তোমাকে না পেয়ে আঁখি ছলছল।। নাই কেহো আমার কে খুঁজিবে আর তোমাকে খুঁজিতে গিয়ে হারিয়েছি, কোন কারনে যে এত ভালো লাগে নিজে নিজে আসে তোমাতে ভেসেছি।। ভালোবেসেছি তাই ভালোবেসে যাবো যতই করো না আমারে ঘৃণা, আমি তো নিরুপায় মন তোমাকে চায় প্রাণ বাঁচেনা তোমারে বিনা।।

কেউ লাগে না

 কেউ লাগে না খাদিজা বেগম  তারা আমার কেউ লাগে না যারা মাকে কষ্ট দাও, স্রষ্টার পরে মায়ের স্থান  মায়ের কাছে ক্ষমা চাও। এই জগতে কত অনাথ  পায়নি মায়ের মমতা, সেই মায়েরে পেয়েও কাছে  তোরা কেন দাও ব্যথা। মা হয়েছে দোয়ার খনি মায়ের কাছে দোয়া চাও।। মায়ের চোখে ঝরলে পানি  কারো দেয়া বেদনায়, সুখ শান্তিতে লাগবে আগুন  জীবন ভরবে রোদনায়। কঠিন কথায় মায়ের মনে  কেউ করিস না কোনো ঘাও।। মুখে মুখে করলেও দোয়া  মনে দেবে অভিশাপ, আয় ফিরে আয় মায়ের বুকে করতে হবে অনুতাপ। সর্বোচ্চ সৎ ব্যবহার  সবার মাকে সবাই দাও।।

এখন আমি

 আমি এখন খাদিজা বেগম  আমি এখন মা হয়েছি  মা হয়েছে ছোট্ট খুকি, বারে বারে ভুল করে তাই  মাঝে মাঝে মাকে বকি। অভিমানে কাঁদে তখন  আমার সাথে কথা কয়না, মান ভাঙাতে মাফ চাই আমি নইলে মায়ে খানা খায় না। আদর করে মাকে ডাকি  লক্ষী, সোনা, লাল টক টুকি।। পান ছাড়া তার কিটেনা দিন রাতে নিদ্রা আসে না তার, এই নিয়েই ভুল বোঝা বুঝি বুঝি না ভুল তার না আমার। যতই বোঝাই পান খেয়েও না  তাতে বারে স্বাস্থ্যের ঝুঁকি।। অবুঝ খুকি বুঝ মানে না পান ছাড়া সে কিছুই চায় না, সারা জীবন আমার কাছে  তাহার শুধু পানের বায়না। তার চরণে শব্দ হয় না লাঠির শব্দ বাজে ঠুক ঠুক।।

অপেক্ষার দিন

 অপেক্ষার দিন খাদিজা বেগম  অপেক্ষার দিন কতটা কঠিন সে বীহনে আর কেউ জানেনা তা, অপেক্ষার ক্ষণ গুনতে গুনতে পুড়ে গেছে যার বুকের কলিজা। অপেক্ষাতে এত যন্ত্রনা হয় ক্ষণে ক্ষণে জাগে মরণের ভয়, চলিতে পারেনা চরণের পাতা চোখে মুখে ভাসে দুঃখি পরিচয়। তার বুক ভরা থাকে মরুভূমি কঠিন কষ্টে দুটি চোখ ভিজা।। মন যারে চায় তার অপেক্ষায় মনে মনে মন অস্থির খুব, তারে ছাড়া সবই আবছায়া যেন দুই নয়নে ভাসে শুধু তারই রূপ। তার ভাবনায় ডুবে ডুবে মন  নিজেকে সে নিজে দেয় খুব সাজা।। যে থাকে হৃদয় তাকে ভোলা দায়  তার অপেক্ষায় জেগে জেগে রাত, পাগলের মতো সেজদায় পরিয়া  তারে পেতে কাছে করি মোনাজাত। অবশেষে আসবে আনন্দ ক্ষণ কষ্ট ভুলিয়া হবে মজাই মজা।।

ভয় করে খুব

 ভয় করে খুব খাদিজা বেগম আমার এখন ভয় করে খুব  সত্য কথা বলিতে, নীতি বলে নাই কিছু আর  রাজনীতির ওই তলিতে। বিচার বিভাগ দখল রাখে  ক্ষমতাসীন যারা, থানায় থানায় সন্ত্রাসীরা মানুষ দিশেহারা । অকারনে মানুষ মরে  পুলিশের ওই গুলিতে।। যখন তখন নিখোঁজ হব  লশ ভাসিবে নদীতে, মোদের নিয়ে নেই তো ভাবনা  যারা থাকে গদিতে। ভয়ে ভয়ে কাঁপছি আমি হাঁটতে নিজের গলিতে।। নিজের ঘরে ঘুম আসে না  কখন যেন গুম হয়ে যাই, স্বাধীন দেশে মরছি পঁচে  স্বাধীনতা মোদের নাই। স্বাধীনতা বন্দী এখন  সন্ত্রাসীদের ঝুলিতে।।

তোয়াজ

 তোয়াজ খাদিজা বেগম  তোয়াজ করে বলার সময় একাত্তরের আগেই শেষ, স্বাধীনভাবে বলবো কথা এই আমাদের স্বাধীন দেশ। এখন যদি করো তোয়াজ  সৃষ্টি হবে সন্ত্রাসী, হবে আবার সেই পরাধীন আগের মতো দাস দাসী। ধরবে ঘিরে দুর্দশাতে  ভোগ করিবে শত ক্লেশ। দেশের শত্রু দশের শত্রু  তারা কেন আজ নেতা? নাই কেন আজ কোথাও কোন কাজের জবাবদিহিতা? রক্ষক কেন ভক্ষক হয়ে  আমানত সব করলো শেষ? দেশকে পক্ষে বললে কথা  তাতে কেন হবে দোষ? সত্য কথা বললে কেন ওদের গায়ে পড়ে ঠোস? আজ আদর্শবান কোণঠাসা ক্যান? দুর্নীতিবাজ রাখো বেশ?

ভাঙা দেহে

ভাঙা দেহে খাদিজা বেগম ভাঙা দেহে ভাঙ্গা মনে আর দিওয়ানা ব্যথা, তুমি ছাড়া বুঝবে কে আর  আমার কষ্টের কথা। ক্ষত ভরা এই হৃদয়ে  আর দিও না ক্ষত, এই হৃদয়ের রক্ত ক্ষরণ  আমি সইবো কত? তুমি আমায় দয়া করো ও করুণা দাতা।। যন্ত্রণাতে ছেয়ে গেছে  আমার দেহ, মন, প্রাণ, হাত পেতেছি ক্ষমা করো কষ্ট থেকে দাও ত্রাণ। কোমর দেহে সয়না আমার  এতো কঠিন ব্যথা।। তুমি চাইলে দুঃখ আমার সুখ হয়ে যায় বন্ধু, তুমি চাইলে বিষ গুলো সব হয়ে যাবে মধু। চিরদিনের বন্ধু তুমি  তুমি আশ্রয় দাতা। 

চাইনা চাইনা

  চাইনা চাইনা খাদিজা বেগম চাইনা চাইনা এই জীবনে  চাইনা বার বার আর ভুল করতে, ভুলে গিয়ে ভুল করে যাই  পারিনা ভুল থেকে সরতে। ভুল দিয়ে হয় সকাল সুরু সারাদিন যায় ভুল আর ভুলে, সঠিক কিছু পায়না খুঁজে  ভুলে রাখি ভুল দ্বার খুলে। দুই আখিতে মরুভূমি  ভুলের মাশুল ঝরতে ঝরতে।। ভোলা এই মন সব ভুলে যায়  ভুলেনা সে ভুল করিতে, সঠিক গাড়ি রেখে আমি  উঠে বসি ভুল গাড়িতে। মিথ্যে পথের পথিক আমি  পারিনি সৎ পথটি ধরতে।। এই পৃথিবী দেখিয়ে দেয়  অলস অবোধ ভুল ঠিকানা, ফিরতে হবে সব ভুল থেকে  জানতে হবে যা অজানা। ন্যায় ভাবনা ভাবতে হবে  হবে সত্য অর্জন করতে।।

স্বপ্ন আমার

 স্বপ্ন আমার খাদিজা বেগম  স্বপ্ন আমার গড়ব আমি  নতুন করে বাংলাদেশ, নতুন নিয়ম চালু করে দুর্নীতিকে করবো শেষ। সেইখানেতে থাকবে না আর  অনাহারি অবিচার, সবার জন্য থাকবে খোলা সমানতালে সুবিচার। সেইখানেতে আইনের উপর  কেউ করবে না তার আদেশ।। আইন কে সবাই চলবে মেনে  শাস্তির কথা মাথায় রেখে, সবাই হবে প্রতিবাদী থাকবে না চুপ অন্যায় দেখে। এমনি করে চলবে এদেশ  থাকবে না আর কারো ক্লেশ।। একের সুখে সবাই সুখী  একের দুখে সবাই দুঃখী, আনন্দ সুখ সবার জন্য শুধু সুখের মাখামাখি। স্বপ্নের দেশে সবাই সুখী দুর্দশার দিন হবে শেষ।।

এই দেশ গড়বো

 এই দেশ গড়াবো খাদিজা বেগম থাকিতের শ্বাস হবো না দাস  স্বাধীনতার জন্য লড়বো, ন্যায়ের পথে মৃত্যুবরণ সব মানুষের জন্যই গর্ব। খোলো খোলো বিজয়ের দ্বার  তোলো তোলো বিজয় নিশান, রক্ষা করো স্বাধীনতা রক্ষা করো এই দেশের মান। সন্তান হলে ছুটে এসো  দেশ মাতাকে রক্ষা করবো।। এই দেশেরই শত্রু যারা   তারা মাথা তুলেছে আজ, তার কারনেই দুঃখী মানুষ গুমরে গুমরে কাঁদে সমাজ। কোথায় আছো মুক্তি সেনা?  শত্রুর মাথায় বারি মারবো! ওতো পাতা ওই হায়নার মত  অত পেতেছে শহর গ্রামে, দেশ প্রেমিকদের গুম খুন করে  ওরা থাকে খুব আরামে। দুর্নীতি সব ধ্বংস করে  নতুন আইনে এই দেশ গড়বো।। 

মানব না হার

 মানব না হার  খাদিজা বেগম কন্ঠে আমার সত্যের শক্তি  ন্যায্য কথা বলিবার, বুকে আমার সাহসী মন সত্য পথে চলিবার। ভয় ভীতি সব দূর করেছি সাহসে আজ বলিয়ান, ন্যায়ের জন্য যুদ্ধ করব  হাসিমুখে দেবো প্রাণ। একে একে করব আমি  সব অন্যায়ের প্রতিকার।। এই আঁধারের বুকে আমি  দীপ্ত আলোর এক অংশ, ওই জালিমের জুলুম করবো  একে একে সব ধ্বংস। অন্যায় মেনে নেবনা আর সইবো না কারো হাহাকার।। ন্যায়ের প্রতীক হয়ে জ্বলব  পুড়াব সব অপরাধী, ন্যায়ের জন্য গড়ে দেবো  নিজের রক্তে লাল নদী। মিথ্যার কাছে মানব না হার সত্য আমার অহংকার।।

অমর

 অমর খাদিজা বেগম  অমর হতে আসিনি তো  ন্যায়ের জন্য এসেছি, লোভ লালসার স্রোতে কেন  বুঝে শুনেও ভেসেছি? লুভী হয়ে চাইনা ভাসতে  মানুষ হয়েই দেবো ডুব, মৃত্যুর ভয়ে থাকবো না আর  অমানুষের মতো চুপ। হয় যদিও হবে মরণ  মরার জন্যই এসেছি।। বাঁচতে চাইলেও বাঁচবো না না মরণ আমার নিকটে, সত্য আমায় মুক্তি দেবে  ঘোর অন্ধকার সংকটে। আলোর মাঝে থেকেও যেন  অন্ধকারে ফেঁসেছি।। আমায় আমি মুক্তি দেবো  সত্য বলব সর্বদা, তুমি আমার সঙ্গের সাথী  রক্ষাকারী হে খোদা। ভয় করিনা অপশক্তি ন্যায়ের পক্ষে জেগেছি।।

দয়া করো

 দয়া করো খাদিজা বেগম  দয়া করো দয়া করো দয়া ছাড়া আমি নিঃস্ব, তোমার দয়ায় দৃষ্টি দিয়ে দেখি তোমার সুন্দর বিশ্ব। তোমার কানে আমি শুনি তুমি শুনাও দয়া করে, তোমার পায়ে আমি চলি আমায় চালাও যত্ন করে। আমার বলে তুমি ছাড়া আমার কিছুই নাই নিজস্ব।। তোমার কন্ঠে কথা বলি  তোমার মুখে আহার করি, তোমার মনে ভাবি তোমায়  তোমার হাতে তোমায় ধরি। তোমার হৃদয় তোমায় রাখি  তুমি আমার সব সর্বস্ব।। তুমি অসীম দয়ালু রব  তোমার দয়ায় নেই কোন শেষ, যে পেয়েছে তোমার দয়া  তার হৃদয়ে নেই কোন ক্লেশ। মন মাঝারে পাই তোমারে চোখ খুলিলে হও অদৃশ্য।।

সততায়

 কোন কারনে খাদিজা বেগম  কোন কারনে মেনে নেবে  জীবন যুদ্ধে পরাজয়?? মরতে যখন হবেই তোমায় তবে কেন এত ভয়?? জীবন মরণ সবই যখন  সৃষ্টিকর্তার হাতেতে, ডাকলে মরণ সারা দেবে  তিনি ছাড়া মারবে কে? লড়াই করবে পাপের সাথে  গড়ব জীবন সততায়।। সত্যের জন্য বাঁচবে তুমি  সত্যের জন্য মরবে,  মিথ্যাকে ঘৃণা করে তুমি  সত্য আঁকড়ে ধরবে মানবে না আর এই জীবনে  মিথ্যার কাছে পরাজয়।। নয়ের সাথে চলবে পথে  সত্য বলবে সর্বক্ষণ, সৃষ্টিকর্তা সবই জানে  কোনো কিছুই নেই গোপন। মিথ্যা বললে ধংস হবি  জয় পাবিরে সততায়।।

অমানুষ

 অমানুষ খাদিজা বেগম  মানুষ নামের অমানুষে  ভরেছে এই দুনিয়ায়, তাইতো কারো মন কান্দে না  দুঃখীর কান্দন শুনিয়া। দুঃখী জনকে দুঃখ দিয়া  ভালো থাকে অমানুষ, এমন সাধু সেজে থাকে  নেই যেন তার কোন দোষ। দুঃখীর দুঃখে আকাশ কান্দে  বৃষ্টিতে যায় ভাসিয়া।। পশুর মত হিংস্র স্বভাব  মানুষের হক মেরে খায়, শয়তানিতে থাকে মেতে  মানব দেহে তে লুকায়। মানুষেরে কাঁদায় শয়তান  হায়নার মত হাসিয়া।। কর্মের মাঝে প্রকাশ থাকে  মানুষ নাকি অমানুষ? মানব রূপে দেখলেই তারে  ভেব না যে সে মানুষ! যাচাই করে নিয়া তারে  লোকের কথা শুনিয়া।।

তোর ঘ্রাণের

  তোর ঘ্রাণের খাদিজা বেগম  ও তোর ঘ্রাণের নেশায় নেশায়  আমি হলাম নেশাখোর, গাজা খাইনি মদো খাইনি  ও তুই কি দোষ দিবি মোর ? তোর রূপের ঐ নেশায় পরে  ভুলে যাই কাজ কর্ম সব,  তোরে পাবার আশা নিয়ে  মনে মনে খুব উৎসব। জেগে জেগে তোর ভাবনায় নিশি পরে নিশি ভোর।। তোর কথাতে এত মধু আমায় জাদু করেছে, বিবেক বুদ্ধি সব হারিয়ে  মন তোরি পথ ধরেছে। মনের ওপর চলে না রে  চলে না রে কোন জোর।। এখন আমি পাগল পাগল  দেহের ভিতর নাইরে মন, তোর ভিতরেই মিশে থাকে  আমার এ মন সারাক্ষণ। নিঃস্ব করলি আমারে তুই ওরে চোরা তুই মন চোর।।

নিয়ম ভাঙা মানুষ

নিয়ম ভাঙা মানুষ খাদিজা বেগম  নিয়ম ভাঙ্গা মানুষ আমি  মানি না ওই নিয়ম নীতি, যে নিয়মের নামটা ধরে বার বার করে যাও দূর্নীতি। জোট বাঁধিয়া যারা কর দুর্নীতি আর ষড়যন্ত্র, ভাল্লাগে না তাদের মুখে  আর শুনিতে গনতন্ত্র। যে নেতার নাই নিজের নীতি মানি না আর তার রাজনীতি?? বোবা মুখে ফুটছে কথা  আমি থাকব না চুপ করে, নীতির সাথে বাঁচবো আমি  নীতির সাথেই যাবো মরে। বিদ্রোহী মন উঠলো জেগে  মানব না আর দুর্নীতি।। লুট করেছ দেশের অর্থ  বিদেশেতে গড়ছ প্রাসাদ, কৃষক, শ্রমিক কাজ করেও  পায় না খেতে পেট ভরে ভাত। ন্যায়ের সাথে কাজ করিব  করব না আর দেশের ক্ষতি।।