পাগলের মত খুঁজি
পাগলের মত খুঁজি
খাদিজা বেগম
পাগলের মত খুঁজি বারবার
খুজি ফের আমি খুঁজি তোমারে,
নিশি জেগে খুঁজি দিন ভর খুঁজি
তোমারে খুজিয়া হারাই আমারে।
তোমার কারনে অশ্রু নয়নে
এই বুকেতে মোর সাহারার তাপ,
তোমার হাসিতে মলিন হয়েছে
আমার মুখের খুশির ছাপ।
তোমারে দেখিতে আমারি আঁখিতে
নিদ্রা আসেনা আগের মত,
সুস্থ শরীরে অসুখে ধরেছে
হৃদয়ে জেগেছে প্রেমের ক্ষত।।
আমারে ভুলিয়া তোমারি ভাবনায়
জানিনা তো আমি কেন ডুবেছি?
নাই কোন পরোয়া ভয় ভীতি মোর
আছে ভালোবাসা ভালবেসেছি।।
ঘুমের ঘোরেতে দেখেছি স্বপনে
আমি জাগিয়া পাগল পাগল,
আর কোথায় খুঁজবো কোথায় তুমি?
তোমাকে না পেয়ে আঁখি ছলছল।।
নাই কেহো আমার কে খুঁজিবে আর
তোমাকে খুঁজিতে গিয়ে হারিয়েছি,
কোন কারনে যে এত ভালো লাগে
নিজে নিজে আসে তোমাতে ভেসেছি।।
ভালোবেসেছি তাই ভালোবেসে যাবো
যতই করো না আমারে ঘৃণা,
আমি তো নিরুপায় মন তোমাকে চায়
প্রাণ বাঁচেনা তোমারে বিনা।।
Comments
Post a Comment