স্বপ্ন আমার
স্বপ্ন আমার
খাদিজা বেগম
স্বপ্ন আমার গড়ব আমি
নতুন করে বাংলাদেশ,
নতুন নিয়ম চালু করে
দুর্নীতিকে করবো শেষ।
সেইখানেতে থাকবে না আর
অনাহারি অবিচার,
সবার জন্য থাকবে খোলা
সমানতালে সুবিচার।
সেইখানেতে আইনের উপর
কেউ করবে না তার আদেশ।।
আইন কে সবাই চলবে মেনে
শাস্তির কথা মাথায় রেখে,
সবাই হবে প্রতিবাদী
থাকবে না চুপ অন্যায় দেখে।
এমনি করে চলবে এদেশ
থাকবে না আর কারো ক্লেশ।।
একের সুখে সবাই সুখী
একের দুখে সবাই দুঃখী,
আনন্দ সুখ সবার জন্য
শুধু সুখের মাখামাখি।
স্বপ্নের দেশে সবাই সুখী
দুর্দশার দিন হবে শেষ।।
Comments
Post a Comment