অপেক্ষার দিন
অপেক্ষার দিন
খাদিজা বেগম
অপেক্ষার দিন কতটা কঠিন
সে বীহনে আর কেউ জানেনা তা,
অপেক্ষার ক্ষণ গুনতে গুনতে
পুড়ে গেছে যার বুকের কলিজা।
অপেক্ষাতে এত যন্ত্রনা হয়
ক্ষণে ক্ষণে জাগে মরণের ভয়,
চলিতে পারেনা চরণের পাতা
চোখে মুখে ভাসে দুঃখি পরিচয়।
তার বুক ভরা থাকে মরুভূমি
কঠিন কষ্টে দুটি চোখ ভিজা।।
মন যারে চায় তার অপেক্ষায়
মনে মনে মন অস্থির খুব,
তারে ছাড়া সবই আবছায়া যেন
দুই নয়নে ভাসে শুধু তারই রূপ।
তার ভাবনায় ডুবে ডুবে মন
নিজেকে সে নিজে দেয় খুব সাজা।।
যে থাকে হৃদয় তাকে ভোলা দায়
তার অপেক্ষায় জেগে জেগে রাত,
পাগলের মতো সেজদায় পরিয়া
তারে পেতে কাছে করি মোনাজাত।
অবশেষে আসবে আনন্দ ক্ষণ
কষ্ট ভুলিয়া হবে মজাই মজা।।
Comments
Post a Comment