নিয়ম ভাঙা মানুষ
নিয়ম ভাঙা মানুষ
খাদিজা বেগম
নিয়ম ভাঙ্গা মানুষ আমি
মানি না ওই নিয়ম নীতি,
যে নিয়মের নামটা ধরে
বার বার করে যাও দূর্নীতি।
জোট বাঁধিয়া যারা কর
দুর্নীতি আর ষড়যন্ত্র,
ভাল্লাগে না তাদের মুখে
আর শুনিতে গনতন্ত্র।
যে নেতার নাই নিজের নীতি
মানি না আর তার রাজনীতি??
বোবা মুখে ফুটছে কথা
আমি থাকব না চুপ করে,
নীতির সাথে বাঁচবো আমি
নীতির সাথেই যাবো মরে।
বিদ্রোহী মন উঠলো জেগে
মানব না আর দুর্নীতি।।
লুট করেছ দেশের অর্থ
বিদেশেতে গড়ছ প্রাসাদ,
কৃষক, শ্রমিক কাজ করেও
পায় না খেতে পেট ভরে ভাত।
ন্যায়ের সাথে কাজ করিব
করব না আর দেশের ক্ষতি।।
Comments
Post a Comment