আমি
আমি
খাদিজা বেগম
আমি কোন পতঙ্গ নই
অগ্নি আমি নই কোন জল,
আমার কাছে ছুটে আসে
মরবেই মরবে পতঙ্গ দল।
আমি নই তো দুর্নীতিবাজ
নৈতিকতায় অটুট আমি,
দুর্নীতিবাজ মাটি দিয়ে
নীতির সাথে গড়বো ভূমি।
আমি গরীবে দুঃখীর হাসি
অপরাধীর নয়নের জল।।
আমি বটো বৃক্ষের ছায়া
নির্যাতিতা বন্ধু আমার,
জুলুমকারীর শত্রু আমি
ওদের কাউকে দেবো না ছাড়।
ওদের জন্য সরল মানুষ
সব হারিয়ে আজকে অচল।।
ওই নিরাসার আসার প্রদীপ
আমি ক্ষত মনের মলম,
আমি মৃত্যু আমি ধ্বংস
পান করি ওই দুর্নীতির দম।
দুর্নীতিকে খতম করে
নীতির চাকা রাখব স্বচল।
Comments
Post a Comment