এই দেশ গড়বো

 এই দেশ গড়াবো

খাদিজা বেগম


থাকিতের শ্বাস হবো না দাস 

স্বাধীনতার জন্য লড়বো,

ন্যায়ের পথে মৃত্যুবরণ

সব মানুষের জন্যই গর্ব।


খোলো খোলো বিজয়ের দ্বার 

তোলো তোলো বিজয় নিশান,

রক্ষা করো স্বাধীনতা

রক্ষা করো এই দেশের মান।

সন্তান হলে ছুটে এসো 

দেশ মাতাকে রক্ষা করবো।।


এই দেশেরই শত্রু যারা  

তারা মাথা তুলেছে আজ,

তার কারনেই দুঃখী মানুষ

গুমরে গুমরে কাঁদে সমাজ।

কোথায় আছো মুক্তি সেনা? 

শত্রুর মাথায় বারি মারবো!


ওতো পাতা ওই হায়নার মত 

অত পেতেছে শহর গ্রামে,

দেশ প্রেমিকদের গুম খুন করে 

ওরা থাকে খুব আরামে।

দুর্নীতি সব ধ্বংস করে 

নতুন আইনে এই দেশ গড়বো।। 


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান