ভয় করে খুব
ভয় করে খুব
খাদিজা বেগম
আমার এখন ভয় করে খুব
সত্য কথা বলিতে,
নীতি বলে নাই কিছু আর
রাজনীতির ওই তলিতে।
বিচার বিভাগ দখল রাখে
ক্ষমতাসীন যারা,
থানায় থানায় সন্ত্রাসীরা
মানুষ দিশেহারা ।
অকারনে মানুষ মরে
পুলিশের ওই গুলিতে।।
যখন তখন নিখোঁজ হব
লশ ভাসিবে নদীতে,
মোদের নিয়ে নেই তো ভাবনা
যারা থাকে গদিতে।
ভয়ে ভয়ে কাঁপছি আমি
হাঁটতে নিজের গলিতে।।
নিজের ঘরে ঘুম আসে না
কখন যেন গুম হয়ে যাই,
স্বাধীন দেশে মরছি পঁচে
স্বাধীনতা মোদের নাই।
স্বাধীনতা বন্দী এখন
সন্ত্রাসীদের ঝুলিতে।।
Comments
Post a Comment