সততায়

 কোন কারনে

খাদিজা বেগম 


কোন কারনে মেনে নেবে 

জীবন যুদ্ধে পরাজয়??

মরতে যখন হবেই তোমায়

তবে কেন এত ভয়??


জীবন মরণ সবই যখন 

সৃষ্টিকর্তার হাতেতে,

ডাকলে মরণ সারা দেবে 

তিনি ছাড়া মারবে কে?

লড়াই করবে পাপের সাথে 

গড়ব জীবন সততায়।।


সত্যের জন্য বাঁচবে তুমি 

সত্যের জন্য মরবে, 

মিথ্যাকে ঘৃণা করে তুমি 

সত্য আঁকড়ে ধরবে

মানবে না আর এই জীবনে 

মিথ্যার কাছে পরাজয়।।


নয়ের সাথে চলবে পথে 

সত্য বলবে সর্বক্ষণ,

সৃষ্টিকর্তা সবই জানে 

কোনো কিছুই নেই গোপন।

মিথ্যা বললে ধংস হবি 

জয় পাবিরে সততায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান