এখন আমি
আমি এখন
খাদিজা বেগম
আমি এখন মা হয়েছি
মা হয়েছে ছোট্ট খুকি,
বারে বারে ভুল করে তাই
মাঝে মাঝে মাকে বকি।
অভিমানে কাঁদে তখন
আমার সাথে কথা কয়না,
মান ভাঙাতে মাফ চাই আমি
নইলে মায়ে খানা খায় না।
আদর করে মাকে ডাকি
লক্ষী, সোনা, লাল টক টুকি।।
পান ছাড়া তার কিটেনা দিন
রাতে নিদ্রা আসে না তার,
এই নিয়েই ভুল বোঝা বুঝি
বুঝি না ভুল তার না আমার।
যতই বোঝাই পান খেয়েও না
তাতে বারে স্বাস্থ্যের ঝুঁকি।।
অবুঝ খুকি বুঝ মানে না
পান ছাড়া সে কিছুই চায় না,
সারা জীবন আমার কাছে
তাহার শুধু পানের বায়না।
তার চরণে শব্দ হয় না
লাঠির শব্দ বাজে ঠুক ঠুক।।
Comments
Post a Comment