অমানুষ

 অমানুষ

খাদিজা বেগম 


মানুষ নামের অমানুষে 

ভরেছে এই দুনিয়ায়,

তাইতো কারো মন কান্দে না 

দুঃখীর কান্দন শুনিয়া।


দুঃখী জনকে দুঃখ দিয়া 

ভালো থাকে অমানুষ,

এমন সাধু সেজে থাকে 

নেই যেন তার কোন দোষ।

দুঃখীর দুঃখে আকাশ কান্দে 

বৃষ্টিতে যায় ভাসিয়া।।


পশুর মত হিংস্র স্বভাব 

মানুষের হক মেরে খায়,

শয়তানিতে থাকে মেতে 

মানব দেহে তে লুকায়।

মানুষেরে কাঁদায় শয়তান 

হায়নার মত হাসিয়া।।


কর্মের মাঝে প্রকাশ থাকে 

মানুষ নাকি অমানুষ?

মানব রূপে দেখলেই তারে 

ভেব না যে সে মানুষ!

যাচাই করে নিয়া তারে 

লোকের কথা শুনিয়া।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান