ভাঙা দেহে

ভাঙা দেহে

খাদিজা বেগম


ভাঙা দেহে ভাঙ্গা মনে

আর দিওয়ানা ব্যথা,

তুমি ছাড়া বুঝবে কে আর 

আমার কষ্টের কথা।


ক্ষত ভরা এই হৃদয়ে 

আর দিও না ক্ষত,

এই হৃদয়ের রক্ত ক্ষরণ 

আমি সইবো কত?

তুমি আমায় দয়া করো

ও করুণা দাতা।।


যন্ত্রণাতে ছেয়ে গেছে 

আমার দেহ, মন, প্রাণ,

হাত পেতেছি ক্ষমা করো

কষ্ট থেকে দাও ত্রাণ।

কোমর দেহে সয়না আমার 

এতো কঠিন ব্যথা।।


তুমি চাইলে দুঃখ আমার

সুখ হয়ে যায় বন্ধু,

তুমি চাইলে বিষ গুলো সব

হয়ে যাবে মধু।

চিরদিনের বন্ধু তুমি 

তুমি আশ্রয় দাতা। 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান