অমর
অমর
খাদিজা বেগম
অমর হতে আসিনি তো
ন্যায়ের জন্য এসেছি,
লোভ লালসার স্রোতে কেন
বুঝে শুনেও ভেসেছি?
লুভী হয়ে চাইনা ভাসতে
মানুষ হয়েই দেবো ডুব,
মৃত্যুর ভয়ে থাকবো না আর
অমানুষের মতো চুপ।
হয় যদিও হবে মরণ
মরার জন্যই এসেছি।।
বাঁচতে চাইলেও বাঁচবো না না
মরণ আমার নিকটে,
সত্য আমায় মুক্তি দেবে
ঘোর অন্ধকার সংকটে।
আলোর মাঝে থেকেও যেন
অন্ধকারে ফেঁসেছি।।
আমায় আমি মুক্তি দেবো
সত্য বলব সর্বদা,
তুমি আমার সঙ্গের সাথী
রক্ষাকারী হে খোদা।
ভয় করিনা অপশক্তি
ন্যায়ের পক্ষে জেগেছি।।
Comments
Post a Comment