মানব না হার
মানব না হার
খাদিজা বেগম
কন্ঠে আমার সত্যের শক্তি
ন্যায্য কথা বলিবার,
বুকে আমার সাহসী মন
সত্য পথে চলিবার।
ভয় ভীতি সব দূর করেছি
সাহসে আজ বলিয়ান,
ন্যায়ের জন্য যুদ্ধ করব
হাসিমুখে দেবো প্রাণ।
একে একে করব আমি
সব অন্যায়ের প্রতিকার।।
এই আঁধারের বুকে আমি
দীপ্ত আলোর এক অংশ,
ওই জালিমের জুলুম করবো
একে একে সব ধ্বংস।
অন্যায় মেনে নেবনা আর
সইবো না কারো হাহাকার।।
ন্যায়ের প্রতীক হয়ে জ্বলব
পুড়াব সব অপরাধী,
ন্যায়ের জন্য গড়ে দেবো
নিজের রক্তে লাল নদী।
মিথ্যার কাছে মানব না হার
সত্য আমার অহংকার।।
Comments
Post a Comment