তোর ঘ্রাণের

  তোর ঘ্রাণের

খাদিজা বেগম 


ও তোর ঘ্রাণের নেশায় নেশায় 

আমি হলাম নেশাখোর,

গাজা খাইনি মদো খাইনি 

ও তুই কি দোষ দিবি মোর ?


তোর রূপের ঐ নেশায় পরে

 ভুলে যাই কাজ কর্ম সব, 

তোরে পাবার আশা নিয়ে 

মনে মনে খুব উৎসব।

জেগে জেগে তোর ভাবনায়

নিশি পরে নিশি ভোর।।


তোর কথাতে এত মধু

আমায় জাদু করেছে,

বিবেক বুদ্ধি সব হারিয়ে 

মন তোরি পথ ধরেছে।

মনের ওপর চলে না রে 

চলে না রে কোন জোর।।


এখন আমি পাগল পাগল 

দেহের ভিতর নাইরে মন,

তোর ভিতরেই মিশে থাকে 

আমার এ মন সারাক্ষণ।

নিঃস্ব করলি আমারে তুই

ওরে চোরা তুই মন চোর।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান