তোয়াজ
তোয়াজ
খাদিজা বেগম
তোয়াজ করে বলার সময়
একাত্তরের আগেই শেষ,
স্বাধীনভাবে বলবো কথা
এই আমাদের স্বাধীন দেশ।
এখন যদি করো তোয়াজ
সৃষ্টি হবে সন্ত্রাসী,
হবে আবার সেই পরাধীন
আগের মতো দাস দাসী।
ধরবে ঘিরে দুর্দশাতে
ভোগ করিবে শত ক্লেশ।
দেশের শত্রু দশের শত্রু
তারা কেন আজ নেতা?
নাই কেন আজ কোথাও কোন
কাজের জবাবদিহিতা?
রক্ষক কেন ভক্ষক হয়ে
আমানত সব করলো শেষ?
দেশকে পক্ষে বললে কথা
তাতে কেন হবে দোষ?
সত্য কথা বললে কেন
ওদের গায়ে পড়ে ঠোস?
আজ আদর্শবান কোণঠাসা ক্যান?
দুর্নীতিবাজ রাখো বেশ?
Comments
Post a Comment