বীর

 বীর

খাদিজা বেগম


ধীরে ধীরে রাতের আঁধার 

গভীর থেকে আরো গভীর,

ঘুম তাড়িয়ে সব চিন্তারা 

দুই নয়নে করেছে ভিড়।


সবার নয়ন ঘুমে বিভোর 

মোর নয়নে বৃষ্টি ঝরে,

স্বপ্ন ভাঙা এই বুক আমার

যন্ত্রনাতে তোলপাড় করে।

অভিনয়ে কেটে যায় দিন

রাতে দুঃখী মন হয় অস্থির।।


বিষ মাখানো তীরে ভরা 

যেন আমার এই ছোট্ট বুক,

রক্তক্ষরণ সারাটা ক্ষণ

সইতে পারি না এই অসুখ। 

তবু মেখে রাখী আমি 

আমার মুখে সুখের আবির।।


পারিনা আর পারিনা তো

এত কষ্ট চেপে রাখতে,

অঝরে দুই চোখে ঝরে

পারিনা এই অশ্রু রুখতে।

মনের যুদ্ধে পরাজিত 

জীবন যুদ্ধে আমি এক বীর।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান