দয়া করো

 দয়া করো

খাদিজা বেগম 


দয়া করো দয়া করো

দয়া ছাড়া আমি নিঃস্ব,

তোমার দয়ায় দৃষ্টি দিয়ে

দেখি তোমার সুন্দর বিশ্ব।


তোমার কানে আমি শুনি

তুমি শুনাও দয়া করে,

তোমার পায়ে আমি চলি

আমায় চালাও যত্ন করে।

আমার বলে তুমি ছাড়া

আমার কিছুই নাই নিজস্ব।।


তোমার কন্ঠে কথা বলি 

তোমার মুখে আহার করি,

তোমার মনে ভাবি তোমায় 

তোমার হাতে তোমায় ধরি।

তোমার হৃদয় তোমায় রাখি 

তুমি আমার সব সর্বস্ব।।


তুমি অসীম দয়ালু রব 

তোমার দয়ায় নেই কোন শেষ,

যে পেয়েছে তোমার দয়া 

তার হৃদয়ে নেই কোন ক্লেশ।

মন মাঝারে পাই তোমারে

চোখ খুলিলে হও অদৃশ্য।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান