বলেছি মাগো
বলেছি - মাগো খাদিজা বেগম বলেছি - মা গো তোমায় শীতের সময় কিনে দেবো একটা কম্বল, তার পরে - কতযে শীত এলো গেল হয়নি কম্বল কেনার সম্বল।। কত টাকা কত খানে খরচ করি দিনে রাতে, খুব গোপনে কোনো দিনও দেয়নি টাকা তোমার হাতে। কত লোকের খবর রাখি শুধু তোমাকেই দেইনি রোজ কল।। কত জনার কত কথা আমি শুনি মন দিয়ে খুব, তোমার কথা একটু শুনেই বলি সময় নেই থাকো চুপ। বুঝতে চাইনি তোমার কষ্ট মুছতে চাইনি নয়নে জল।। অভিমানী মা জননী আমার কাছে কিছুই চাইনি, অনাদরে অবহেলায় মরে গেল মা দুঃখিনী।। কলঙ্কিত সন্তান আমি আমার মানব জীবন বিফল।।