Posts

Showing posts from August, 2023

বলেছি মাগো

 বলেছি - মাগো খাদিজা বেগম  বলেছি - মা গো তোমায় শীতের সময় কিনে দেবো একটা কম্বল, তার পরে - কতযে শীত এলো গেল   হয়নি কম্বল কেনার সম্বল।। কত টাকা কত খানে  খরচ করি দিনে রাতে, খুব গোপনে কোনো দিনও  দেয়নি টাকা তোমার হাতে। কত লোকের খবর রাখি শুধু তোমাকেই দেইনি রোজ কল।। কত জনার কত কথা  আমি শুনি মন দিয়ে খুব, তোমার কথা একটু শুনেই  বলি সময় নেই থাকো চুপ। বুঝতে চাইনি তোমার কষ্ট  মুছতে চাইনি নয়নে জল।।  অভিমানী মা জননী  আমার কাছে কিছুই চাইনি, অনাদরে অবহেলায়   মরে গেল মা দুঃখিনী।। কলঙ্কিত সন্তান আমি  আমার মানব জীবন বিফল।।

ময়না

 ময়না খাদিজা বেগম ময়না আমার স্বপ্নের ময়না  ময়না ময়না ও ময়না রে, আয় কাছে আয় মনের কাছে   দূরে থাকা আর সয়না রে।। স্বপ্নে মত ময়না আমার তোরে দেখে জুড়ায় আখি, আয় রে ময়না এই বুকে আয়  দুই বাহুতে ধরে রাখি, কেমন করে বোঝাই তোরে  আমার মন চায় বারে বারে।। তুই যে আমার প্রাণ পাখিটা  দুই পাঁজরে ধরে রাখবো, রাত্রি জেগে খুব গোপনে  প্রেমের আবির তোরে মাখবো। আর মারিস না আমারে তুই  তোর বিরহের অত্যাচারে।। তোর মিলনে বাঁচিয়ে নে নে রে আমায় টেনে টেনে, আমারে তুই আশ্রয় দে রে তোর অন্তরে আপনার জেনে। খুব যতনে রাখবো তোরে  আমি আমার মন মাঝারে।।

থাকবো না আর

 থাকবো না আর  খাদিজা বেগম  আমার আমি থাকবে না আর  সময় হইছে চলে যাবার, মাফ করে দাও প্রতিবেশী প্রানের প্রিয় ভাই, বোন আমার।। ভাঙা চূড়ায় এই খাঁচাতে  কেউ কি থাকতে পারে বন্দি? চলে যাবার সুখে আমার দুই নয়নে বইছে নদী। যার আমি তার কাছেই যাবো তাই দোয়া চাই বারবার সবার।।  চলে যাবার খবর পেয়ে  আমার আমি আনন্দিত, স্বাধীন জীবন হবে আমার  চলবো আমি মনের মত। রোগ, শোক, অভাব থাকবে না আর সেথায় কিছুই নাই হারাবার।। রেখে যাবো বুকের মানিক  তোমরা তাদের দেখে রেখো, অনাদরে ছাই করো না  খুব আদরের সোনা মুখো। আইলে ভবে যাইতেই হবে কোন উপায় নেই তো থাকার।।

ভালো লাগে

  ভালো লাগে খাদিজা বেগম  তারে কেন ভালো লাগে  জানিনা এর কোন উত্তর? কেন তারে পাবার আশায় মন হয়ে যায় বড় কাতর?? সে আমাকে দেখেও না দেখে দূরে দূরে সরে থাকে, শুনেও তো শোনে না সে মন সারাক্ষণ তারে ডাকে। সে জন যেন মানব রূপে  মায়া শূন্য একটা পাথর।। রাত্রি জেগে জেগে দেখি  তারি জায়গায় প্রতিদিন ভোর, আসে না সে ভালবেসে  রাখে না সে আমার খবর। তবু তারই আশায় আশায়  আমার চোখে কষ্টের সাগর।। যার কারনে চোখে নাই ঘুম চেয়ে থাকি তার ভাবনায়, বুঝেও সে বোঝেনা তো তারে এই মন খুব পেতে চায়। পেতে চায় তার হাতের ছোঁয়া  ভালোবাসা মাখা আদর।।

হারাবার যন্ত্রনা

 হারাবার যন্ত্রনা খাদিজা বেগম সে ছাড়া আর কেউ জানে না হারাবার কি যে যন্ত্রনা! হারিয়েছে যে প্রিয়জন সে খুঁজে পায় না সান্তনা।। হারিয়ে যায় সুখ, আনন্দ হারায় না তো কঠিন অসুখ, বুকের ভেতর লুকিয়ে রয়  খুব গোপনে হাজারো দুঃখ। হারিয়ে যায় ভালবাসা  কেন হারায় না বেদনা ?? দিনে দিনে খুশির দিন সব  ধীরে ধীরে যায় হারিয়ে, অদৃশ্য কেউ ডাকে আমায় তাহার দিকে হাত বাড়িয়ে। ভিতর থেকে যাচ্ছি চলে  থাকার কথা মন বলো না !! অদৃশ্য আর দৃশ্য দেখায় আসা যাওয়ার এই পাগলামি, কে কাঁদায় কে হাসায়  তারে কথায় পাবো আমি ?? তারে পেতে দিশেহারা মন খুঁজে তার সেই ঠীকানা।।

তুমি ছাড়া কভু

  তুমি ছাড়া কভু খাদিজা বেগম তুমি ছাড়া কভু আমি  অন্য কারো বউ হবো না, ভেবো না গো প্রিয় আমার  আমায় নিয়ে আর ভেবো না।। তোমার সুখে হাসবো আমি  তোমার দুঃখে কাঁদবো আমি, তুমি ছাড়া আমার জীবন  হয়ে যাবে মরুভূমি। আমার ভিতর প্রাণটা তুমি  তোমায় ছেড়ে তো বাঁচবো না।। আমার এ মন, দেহ বলে  শুধু তুমি তুমি তুমি, তুমি আমার সুখের সাগর  আমি তোমার বুকের উর্মি। তোমায় ছাড়া বিলীন হব টিকে থাকতে তো পারবো না।। বুকের ভিতর হৃদয় হয়ে  আছো আমার শ্বাস নিঃশ্বাসে, আমার চেয়েও আমার এই মন তোমায় অনেক ভালোবাসে।। আমায় আমি ছেড়ে গেলেও  তোমায় আমি তো ছাড়বো না।।

চোখ থাকিতে অন্ধ

 চোখ থাকিতে অন্ধ খাদিজা বেগম চোখ থাকিতে অন্ধ আমি দেখিতে না পাই ভবিষ্যৎ, জ্ঞান থাকিতে মূর্খ আমি  নিজেই ডেকে আনি বিপদ।। পা থাকিতে অচল আমি সত্য পথে পা চলে না, মুখ থেকিতে বোবা আমি  সঠিক কথা মুখ বলে না। আমার কাছে আমায় লাগে মাঝে মাঝে অনিরাপদ।। কান থাকিতে শুনিনা তো  আল্লাহ, নবীর আদেশ নিষেধ, মন থাকিতে ভাবি না তো হালাল, হারাম এর ভেদাভেদ! উত্তর খুজি এই আমি কার  চলছি মেনে কার মতামত?? জেনে বুঝেও ভুল হয়ে যায়  ভুলে ভুলে প্রাণ পুড়ে ছাই,  না জেনে ও, না বুঝে ও প্রতিদিনি ভুল করে যাই। ভুল করবোনা, বলে বারবার  প্রভুর কাছে করি শপথ।।

ভালবাসাও

 ভালবাসাও খাদিজা বেগম ভালোবাসাও যন্ত্রনা দেয় তা যদি হয় অতিরিক্ত, প্রেমে অন্ধ হলে বিবেক সুন্দর জীবন হয় বিষাক্ত। নিজের চেয়ে অন্য জনকে  করো যদি বেশি বিশ্বাস, তার আঘাতেই চলে যাবে  হয়তো বেঁচে থাকার নিঃশ্বাস। নয়তো তোমার জীবন হবে দুঃখের নদে অশ্রুসিক্ত।। তোমার কাজের ফলগুলো সব তোমাকেই ভোগ করতে হবে, পদভ্রষ্ট হবে কেন  তুমি অন্যের কথায় তবে? এমন ভাবে জীবন চালাও  কেউ যেন না হয় বিরক্ত।। উপকার যদি নাইবা করো  কারো ক্ষতি করো না তো, অন্যের ক্ষতি করলে তুমি  ধ্বংস হবে অবিরত। আজ কুকর্মের জন্য তোমার আগামী দিন হবে তিক্ত।।। সফল মানুষ হতে হলে  আঁকড়ে ধরো নৈতিকতা, সৎ পরিশ্রমী হয়ে ওঠো আসবেই ছুটে সফলতা। লোভ লালসার শিকল ছিড়ে  সকল মানুষ হয় উন্মুক্ত।।

প্রতিজ্ঞা

 প্রতিজ্ঞা খাদিজা বেগম  অন্য কারো সাথে নিজের  ভাই তুলনা করে লাভ নাই, পৃথীবিতে এমন কেউ নাই  যে মানুষের অশান্তি নাই। দূরে থেকে ছবির মত  দূরের লোকটা লাগে ভালো, তার ভিতরে ঢুকে দেখ  মন তার ব্যথায় ব্যথায় কালো। তার না পাবার দাবানলে  পুড়ে পুড়ে কলিজা ছাই।। হেঁটে চলার জন্য আছে  তোমার কাছে দুটি চরণ, খেটে খাবার জন্য আছে  দুই হাত তাহা রাখ স্মরণ। তোমার যাহা আছে তাহা ভেবে দেখো অনেকের নাই।। কতজনার পরিচয় নাই  ঘর, বাড়ি নাই, নাই প্রিয়জন, জীবন সাথী বলে আছে অশ্রু সিক্ত দুটি নয়ন। তিন বেলা ভাত খাবার পরেও  তবু কেন করো খাই খাই?? সুখে থাকো ভালো থাকো  করো ভালো থাকার চেষ্টা, তুমি ভালো থাকতে পারলেই  ভালো হবেই তোমার শেষটা। ভালো থাকবো ভালো রাখবো  এই প্রতিজ্ঞা করি সবাই।।

বেঁচে থাকতে

 বেঁচে থাকতে পারবো না খাদিজা বেগম তুমি আমি আমরা কেহ বেঁচে থাকতে পারবো না, তাই এসো ভাই শপথ করি  কারো ক্ষতি করবো না। মাটির মানুষ চলে যাবে  থেকে যাবে কর্মফল। কর্ম দেখেই চিনবে তোমায়  তুমি আসল না নকল? ভুল করিলে শাস্তি দিতে নিজেকেও ছাড়বো না।‌। ভুলকে আশ্রয় প্রশ্রয় দিলে বেড়ে যাবে অপরাধ, ন্যায়ের সাথে থাকো মানুষ  গড়ে তুলবো ন্যায়ের হাত। কারো প্রতি কোন রকম  অবিচার আর করবো না।‌। এমন কর্ম করবো ভবে  যেন মরেও থাকি ভালো, অন্ধকার ঐ কবরে পাই ঐ জান্নাতের সুখ আলো। অভিশপ্ত কর্ম করে  নরকের পথ ধরবো না।।

প্রেম পাখি

  খাদিজা বেগম প্রেম পাখি  মিষ্টি মিষ্টি দুষ্ট চোখে  জানি না তো আছে কি ? যতো দেখি চেয়ে থাকি  পলক পড়ে না আঁখি। হাসলে ঠোটে পুষ্প ফোটে  সৌরভ পরে ছড়িয়ে, বললে কথা গান হয়ে যায়  মনটাকে দেয় ভরিয়ে। দিবানিশি তার অপেক্ষায় তাহার পথে চোখ রাখি।। লাজুক লাজুক চোখ সরে না চন্দ্রমুখির মুখ দেখে, আমি জ্বলি প্রেমের স্বপ্নে তারি জ্যোৎস্নার রং মেখে। তারে ভেবে জ্বলে নেবে মন হয়ে যায় জোনাকি।। পুষ্প ঘ্রাণে পাখির গানে  তার কাছে হার মেনেছে, তার চেয়ে আর হয় না সুন্দর   আমার এই মন জেনেছে। তারে পেলে থাকবে না তো  কোন চাওয়া আর বাকী। মনে মনে এতো দিনে   আমার মন যা চেয়েছে , আজ মনে হয় তোমায় পেয়ে  আমার মন তা পেয়েছি । তুমি আমার স্বপ্নে দেখা  বুকে পোষা প্রেম পাখি।।

মরা অঙ্গ

 মরা অঙ্গ খাদিজা বেগম  মরা অঙ্গ নিয়ে চলি আমি একজন জিন্দা মানুষ, কেন কঠিন সাজা পাচ্ছি জানিনা তো আমার কি দোষ? বিনা দোষে বন্দি থাকি  খাঁচার পাখির মত করে, জিন্দা থেকেও থাকি আমি যেন আঁধার এক কবরে। ক্ষুধার জ্বালা আমায় দিয়ে অন্যকে দাও আমার খোরপোষ।। কেমন তোমার নিয়মনীতি  কোথায় তুমি ন্যায় বিচারক, তোমার ইচ্ছায় গড়ছো আমায় তুমিই আমার পরিচালক। তবে কেন ভুল পথে যাই পাই হৃদয়ে যন্ত্রণার কোষ।। জিন্দা রেখে কেন আমায়  প্রতিদিন দাও মরণের স্বাধ, একটু কষ্ট কমিয়ে দাও মাপ করে দাও সব অপরাধ। বাঁচার মত বাঁচিয়ে দাও ভালবাসো আমাকে রোজ।।

অধিকারের দাবি

 অধিকারের দাবি খাদিজা বেগম  অধিকারের দাবি তুলে হয়ে গেল ভাগ কত দেশ, ভেঙে গেল সমাজ, সংসার থেকলো শুধুই যন্ত্রণা, ক্লেশ। যে অধিকার ভাঙেই শুধু  গড়তে জানে না কারো মন, ঘরের মানুষ বের করে দেয়  পার করে দেয় খুব প্রিয়জন। সেই অধিকার নাই প্রয়োজন  দূর করে দাও শুধু বিদ্বেষ।। এতটা ভোগ বিলাসিতায়  ভরো না মন কানায় কানায়, ক্ষমা করে ধৈর্য ধরে  জীবন ভরে লও সততায়। ত্যাগে ত্যাগে ত্যাগি হয়ে প্রতিহিংসা করে দাও শেষ।। লোভ,খোপ পুষে রাখলে মনে  থাকা যায় না একই সাথে, রাখা যায় না কোন বাঁধন  বিশ্বাস থাকে না আর তাতে। বিবেক জাগাও নিজের স্বার্থেই মনুষ্যত্বে করো প্রবেশ।।

ভাল্লাগে না

 ভাল্লাগে না খাদিজা বেগম  ভাল্লাগে না ভাল্লাগে না মন বসেনা কাজে ধুর ছাই, যারে ছাড়া ভাল্লাগেনা  এখন তারে যে কোথায় পাই? তার বিরহে একা একা  সারা রাত্র জেগে থাকি, তার ভাবনায় মনের খাতায়  রঙিন রঙিন ছবি আঁকি। পিপাসিতো মন বাড়িয়ে   তাহার কাছে একটু প্রেম চাই।। সে যে আমার প্রথম পরশ  ভালোবাসা মাখা আদর, বিরহী মন চায় পেতে খুব  বারে বারে তাহার আদর। প্রেম পিপাসায় বুক ফেটে যায়  তারে ছাড়া উপায় তো নাই।। হৃদয় রাজ্যে তুফান ভারী  সে ছাড়া এই মন বেসামাল, তারে এনে দেনা সখি, তার নেশাতে মন টালমাটাল। তার আশাতে প্রতি রাতে  নতুন করে বাসর সাজাই।।

তোমার নাম্বার

 তোমার নাম্বার খাদিজা বেগম যদি তোমার নাম্বার টা দাও  আমি তোমায় ফোন দেব রোজ, তুমি চাইলেই এই মন দেব  নেব তোমার হৃদয়ের খোঁজ।। তুমি যদি আমায় দেখে  ঠোঁটের কোণে মিষ্টি হাসো, নতুন নতুন অজুহাতে  বার বার আমার কাছে আসো। এই মনেতে থাকার জন্য  তোমায় আমি করব প্রপোজ।। ভালোবাসা আর প্রেম দেবো  দেব রঙিন রঙিন স্বপ্ন, আনন্দ আর খুশি দেব দেবো না তো দুঃখ কোন। বুকের ভিতর রাখবো তোমায়  তুমি হবে এই মনের দোজ।। তুমি আমি মিলেমিশে  থাকি যদি ভালবেসে, কাটাবে জীবন স্বপনের মতন থাকবো দুজন স্বপ্নের দেশে। দুঃখ, কষ্ট, যন্ত্রণার দ্বার  হয়ে যাবে তখনি ক্লোজ।।

আগস্ট

 আগস্ট খাদিজা বেগম  আগস্ট আসলেই শোনা যায় সেই  শেখ রাসেলের আহাজারি, ভেসে ওঠে দুটি চোখে  রক্ত ভেজা লাশের সারি। অতর্কিত হামলা করে  ঘরে ঘরে প্রবেশ করে, তাজা তাজা জীবন থেকে  লাল লাল রক্ত ঝরে পড়ে। শেখ মুজিবের রক্ত দিয়ে  লাল করেছে সারা বাড়ি।। বিশ্বাস ঘাতক ওরা বড় নির্দয়, নির্মম বিশ্বাসঘাতক, শয়তানিতে সেরা ওরা প্রতিহিংসায় ভরা মস্তক। কাউকে ওরা ছেড়ে দেয়নি  যুবক, বৃদ্ধ, শিশু, নারী।। আকাশ কাঁদে মাটি কাঁদে  আজ আমাদের জাতীয় শোক, শহর, গ্রামে দোয়া মাহফিল  অশ্রু সিক্ত সকলের চোখ। ইতিহাসে কলঙ্কিত  আজকের দিনটা অনেকে ভারী।।

টাকা টাকা

 টাকা টাকা খাদিজা বেগম  টাকা টাকা ও টাকা রে তোরে ছাড়া বাঁচে না প্রাণ, তুই ছাড়া আর কেউ দেবে না  এত দুঃখ থেকে ত্রাণ।। টাকা ছাড়া ভর্তি নেয় না কোন ইস্কুল আর কলেজে, ন্যায় অন্যায়ের ব্যবধান নাই  তাই তো এখন আর নলেজে। বাবার চেয়ে বড় টাকা  টাকাই শান্তি, সুখ, ভগমান।। টাকা ছাড়া স্বজনেরা  এখন স্বজন চেনে না কেউ, টাকা ছাড়া হৃদয় ভাঙে বুকের ভেতর বেদনার ঢেউ। টাকা ছাড়া পেলাম শুধু অবহেলা আর অপমান।। টাকা ছাড়া নিজের ঘরেই  আমি এখন বনবাসে, টাকা ছাড়া ভেসে যাচ্ছি  এই সমাজের উপহাসে। টাকার কাছে জিম্মি মানুষ  টাকার কাছে হেরে যায় জ্ঞান।। টাকা ছাড়া ডাক্তার সাহেব  কোন রুগী দেখে না তো, ঔষধ দেয় না ফার্মেসিতে হোক না কারো যতই ক্ষত। কারো জন্য কারো বুকে  আজ নাই একটু দয়ার স্থান।। ভিতর বাহিরে সবটা জুড়ে  শুধু টাকার লোভ লালসা, দুনিয়াতে নেই যেন আর কোন প্রেম ভালোবাসা। দে দেখা দে ও টাকারে নতুন টাকার কি দারুন ঘ্রাণ।। ধরলে একবার ছাড়েনা আর টাকার নেশা বড় নেশা, এই নেশাতে কঠিন হলো একজন অমানুষ হয়ে বাঁচা। টাকার নেশায় মানুষগুলো  হারিয়েছে তার অবস্থান।।

রাব্বানা

 রাব্বানা খাদিজা বেগম  রাব্বানা রাব্বানা  আমাকে বলো ও রাব্বানা? কেন তাকে চোখ দিলা  যাহার চোখে আলো দিলা না? জানিনা কোন কারণে  কেন তাকে দিয়েছো দুটি পা? যাহার পায়েতে দাওনি হাঁটা চলার কোন ক্ষমতা! তুমি রহমান হয়েও কেন তাকে হাঁটতে দিলানা?? আমি বড় মহাপাপি ক্ষমা করো মোর অপরাধ, কেন দাও সে হাত তুমি কোন কাজে আসেনা যে হাত? আমি বোকা তাইতো বুঝি  তোমার লীলা খেলা বুঝি না।। কেন দাও এমন কান যে কান কোন কিছুই শুনে না? কেন দাও এমন মুখ যে মুখ কোন কথা বলে না? কেন দাও এই ভালবাসা যা বুঝিবার মানুষ দাও না??

ভালবাসার অভাবে

 ভালবাসার অভাবে খাদিজা বেগম  ভালবাসার অভাবে আজ হাত পেতেছি তোমার দ্বারে, যতই আমায় দাও তাড়িয়ে আসবো ততই বারে বারে। আমির হতে চাই না আমি  তোমার প্রেমের ভিখারিনি, তুমি আমায় একটু একটু প্রেম দিও গো চিরদিনি। বুক ফেটে যায় প্রেম তিয়াশায়  একটু প্রেম দাও, দাও আমারে।। শ্রাবন ঝরা বৃষ্টির দিনে  ভিজে ভিজে আমি জ্বলি, জেগে জেগে লিখি আমি তোমার প্রেমের গীতাঞ্জলি। এই জীবনে প্রেম বিহনে বল কেউ কি বাঁচতে পারে?? এ কোন প্রেমে ভুগী আমি  অসুখ ছাড়া রোগী আমি? বিনা দোষে দোষী আমি সবার কাছে আজ আসামি। প্রেমের জ্বালা জ্বলে মনে ব্যথা করে হাড়ে হাড়ে।।