প্রেম পাখি

 

খাদিজা বেগম

প্রেম পাখি 


মিষ্টি মিষ্টি দুষ্ট চোখে 

জানি না তো আছে কি ?

যতো দেখি চেয়ে থাকি 

পলক পড়ে না আঁখি।


হাসলে ঠোটে পুষ্প ফোটে 

সৌরভ পরে ছড়িয়ে,

বললে কথা গান হয়ে যায় 

মনটাকে দেয় ভরিয়ে।

দিবানিশি তার অপেক্ষায়

তাহার পথে চোখ রাখি।।


লাজুক লাজুক চোখ সরে না

চন্দ্রমুখির মুখ দেখে,

আমি জ্বলি প্রেমের স্বপ্নে

তারি জ্যোৎস্নার রং মেখে।

তারে ভেবে জ্বলে নেবে

মন হয়ে যায় জোনাকি।।


পুষ্প ঘ্রাণে পাখির গানে 

তার কাছে হার মেনেছে,

তার চেয়ে আর হয় না সুন্দর  

আমার এই মন জেনেছে।

তারে পেলে থাকবে না তো 

কোন চাওয়া আর বাকী।


মনে মনে এতো দিনে  

আমার মন যা চেয়েছে ,

আজ মনে হয় তোমায় পেয়ে 

আমার মন তা পেয়েছি ।

তুমি আমার স্বপ্নে দেখা 

বুকে পোষা প্রেম পাখি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান