রাব্বানা
রাব্বানা
খাদিজা বেগম
রাব্বানা রাব্বানা
আমাকে বলো ও রাব্বানা?
কেন তাকে চোখ দিলা
যাহার চোখে আলো দিলা না?
জানিনা কোন কারণে
কেন তাকে দিয়েছো দুটি পা?
যাহার পায়েতে দাওনি
হাঁটা চলার কোন ক্ষমতা!
তুমি রহমান হয়েও
কেন তাকে হাঁটতে দিলানা??
আমি বড় মহাপাপি
ক্ষমা করো মোর অপরাধ,
কেন দাও সে হাত তুমি
কোন কাজে আসেনা যে হাত?
আমি বোকা তাইতো বুঝি
তোমার লীলা খেলা বুঝি না।।
কেন দাও এমন কান
যে কান কোন কিছুই শুনে না?
কেন দাও এমন মুখ
যে মুখ কোন কথা বলে না?
কেন দাও এই ভালবাসা
যা বুঝিবার মানুষ দাও না??
Comments
Post a Comment