ভালবাসাও

 ভালবাসাও

খাদিজা বেগম


ভালোবাসাও যন্ত্রনা দেয়

তা যদি হয় অতিরিক্ত,

প্রেমে অন্ধ হলে বিবেক

সুন্দর জীবন হয় বিষাক্ত।


নিজের চেয়ে অন্য জনকে 

করো যদি বেশি বিশ্বাস,

তার আঘাতেই চলে যাবে 

হয়তো বেঁচে থাকার নিঃশ্বাস।

নয়তো তোমার জীবন হবে

দুঃখের নদে অশ্রুসিক্ত।।


তোমার কাজের ফলগুলো সব

তোমাকেই ভোগ করতে হবে,

পদভ্রষ্ট হবে কেন 

তুমি অন্যের কথায় তবে?

এমন ভাবে জীবন চালাও 

কেউ যেন না হয় বিরক্ত।।


উপকার যদি নাইবা করো 

কারো ক্ষতি করো না তো,

অন্যের ক্ষতি করলে তুমি 

ধ্বংস হবে অবিরত।

আজ কুকর্মের জন্য তোমার

আগামী দিন হবে তিক্ত।।।


সফল মানুষ হতে হলে 

আঁকড়ে ধরো নৈতিকতা,

সৎ পরিশ্রমী হয়ে ওঠো

আসবেই ছুটে সফলতা।

লোভ লালসার শিকল ছিড়ে 

সকল মানুষ হয় উন্মুক্ত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান