আগস্ট
আগস্ট
খাদিজা বেগম
আগস্ট আসলেই শোনা যায় সেই
শেখ রাসেলের আহাজারি,
ভেসে ওঠে দুটি চোখে
রক্ত ভেজা লাশের সারি।
অতর্কিত হামলা করে
ঘরে ঘরে প্রবেশ করে,
তাজা তাজা জীবন থেকে
লাল লাল রক্ত ঝরে পড়ে।
শেখ মুজিবের রক্ত দিয়ে
লাল করেছে সারা বাড়ি।।
বিশ্বাস ঘাতক ওরা বড়
নির্দয়, নির্মম বিশ্বাসঘাতক,
শয়তানিতে সেরা ওরা
প্রতিহিংসায় ভরা মস্তক।
কাউকে ওরা ছেড়ে দেয়নি
যুবক, বৃদ্ধ, শিশু, নারী।।
আকাশ কাঁদে মাটি কাঁদে
আজ আমাদের জাতীয় শোক,
শহর, গ্রামে দোয়া মাহফিল
অশ্রু সিক্ত সকলের চোখ।
ইতিহাসে কলঙ্কিত
আজকের দিনটা অনেকে ভারী।।
Comments
Post a Comment