চোখ থাকিতে অন্ধ

 চোখ থাকিতে অন্ধ

খাদিজা বেগম


চোখ থাকিতে অন্ধ আমি

দেখিতে না পাই ভবিষ্যৎ,

জ্ঞান থাকিতে মূর্খ আমি 

নিজেই ডেকে আনি বিপদ।।


পা থাকিতে অচল আমি

সত্য পথে পা চলে না,

মুখ থেকিতে বোবা আমি 

সঠিক কথা মুখ বলে না।

আমার কাছে আমায় লাগে

মাঝে মাঝে অনিরাপদ।।


কান থাকিতে শুনিনা তো 

আল্লাহ, নবীর আদেশ নিষেধ,

মন থাকিতে ভাবি না তো

হালাল, হারাম এর ভেদাভেদ!

উত্তর খুজি এই আমি কার 

চলছি মেনে কার মতামত??


জেনে বুঝেও ভুল হয়ে যায় 

ভুলে ভুলে প্রাণ পুড়ে ছাই,

 না জেনে ও, না বুঝে ও

প্রতিদিনি ভুল করে যাই।

ভুল করবোনা, বলে বারবার 

প্রভুর কাছে করি শপথ।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান