মরা অঙ্গ
মরা অঙ্গ
খাদিজা বেগম
মরা অঙ্গ নিয়ে চলি
আমি একজন জিন্দা মানুষ,
কেন কঠিন সাজা পাচ্ছি
জানিনা তো আমার কি দোষ?
বিনা দোষে বন্দি থাকি
খাঁচার পাখির মত করে,
জিন্দা থেকেও থাকি আমি
যেন আঁধার এক কবরে।
ক্ষুধার জ্বালা আমায় দিয়ে
অন্যকে দাও আমার খোরপোষ।।
কেমন তোমার নিয়মনীতি
কোথায় তুমি ন্যায় বিচারক,
তোমার ইচ্ছায় গড়ছো আমায়
তুমিই আমার পরিচালক।
তবে কেন ভুল পথে যাই
পাই হৃদয়ে যন্ত্রণার কোষ।।
জিন্দা রেখে কেন আমায়
প্রতিদিন দাও মরণের স্বাধ,
একটু কষ্ট কমিয়ে দাও
মাপ করে দাও সব অপরাধ।
বাঁচার মত বাঁচিয়ে দাও
ভালবাসো আমাকে রোজ।।
Comments
Post a Comment