ভাল্লাগে না

 ভাল্লাগে না

খাদিজা বেগম 


ভাল্লাগে না ভাল্লাগে না

মন বসেনা কাজে ধুর ছাই,

যারে ছাড়া ভাল্লাগেনা 

এখন তারে যে কোথায় পাই?


তার বিরহে একা একা 

সারা রাত্র জেগে থাকি,

তার ভাবনায় মনের খাতায় 

রঙিন রঙিন ছবি আঁকি।

পিপাসিতো মন বাড়িয়ে  

তাহার কাছে একটু প্রেম চাই।।


সে যে আমার প্রথম পরশ 

ভালোবাসা মাখা আদর,

বিরহী মন চায় পেতে খুব 

বারে বারে তাহার আদর।

প্রেম পিপাসায় বুক ফেটে যায় 

তারে ছাড়া উপায় তো নাই।।


হৃদয় রাজ্যে তুফান ভারী 

সে ছাড়া এই মন বেসামাল,

তারে এনে দেনা সখি,

তার নেশাতে মন টালমাটাল।

তার আশাতে প্রতি রাতে 

নতুন করে বাসর সাজাই।।









Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান