তুমি ছাড়া কভু
তুমি ছাড়া কভু
খাদিজা বেগম
তুমি ছাড়া কভু আমি
অন্য কারো বউ হবো না,
ভেবো না গো প্রিয় আমার
আমায় নিয়ে আর ভেবো না।।
তোমার সুখে হাসবো আমি
তোমার দুঃখে কাঁদবো আমি,
তুমি ছাড়া আমার জীবন
হয়ে যাবে মরুভূমি।
আমার ভিতর প্রাণটা তুমি
তোমায় ছেড়ে তো বাঁচবো না।।
আমার এ মন, দেহ বলে
শুধু তুমি তুমি তুমি,
তুমি আমার সুখের সাগর
আমি তোমার বুকের উর্মি।
তোমায় ছাড়া বিলীন হব
টিকে থাকতে তো পারবো না।।
বুকের ভিতর হৃদয় হয়ে
আছো আমার শ্বাস নিঃশ্বাসে,
আমার চেয়েও আমার এই মন
তোমায় অনেক ভালোবাসে।।
আমায় আমি ছেড়ে গেলেও
তোমায় আমি তো ছাড়বো না।।
Comments
Post a Comment