ভালো লাগে

  ভালো লাগে

খাদিজা বেগম 


তারে কেন ভালো লাগে 

জানিনা এর কোন উত্তর?

কেন তারে পাবার আশায়

মন হয়ে যায় বড় কাতর??


সে আমাকে দেখেও না দেখে

দূরে দূরে সরে থাকে,

শুনেও তো শোনে না সে

মন সারাক্ষণ তারে ডাকে।

সে জন যেন মানব রূপে 

মায়া শূন্য একটা পাথর।।


রাত্রি জেগে জেগে দেখি 

তারি জায়গায় প্রতিদিন ভোর,

আসে না সে ভালবেসে 

রাখে না সে আমার খবর।

তবু তারই আশায় আশায় 

আমার চোখে কষ্টের সাগর।।


যার কারনে চোখে নাই ঘুম

চেয়ে থাকি তার ভাবনায়,

বুঝেও সে বোঝেনা তো

তারে এই মন খুব পেতে চায়।

পেতে চায় তার হাতের ছোঁয়া 

ভালোবাসা মাখা আদর।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান