হারাবার যন্ত্রনা

 হারাবার যন্ত্রনা

খাদিজা বেগম


সে ছাড়া আর কেউ জানে না

হারাবার কি যে যন্ত্রনা!

হারিয়েছে যে প্রিয়জন

সে খুঁজে পায় না সান্তনা।।


হারিয়ে যায় সুখ, আনন্দ

হারায় না তো কঠিন অসুখ,

বুকের ভেতর লুকিয়ে রয় 

খুব গোপনে হাজারো দুঃখ।

হারিয়ে যায় ভালবাসা 

কেন হারায় না বেদনা ??


দিনে দিনে খুশির দিন সব 

ধীরে ধীরে যায় হারিয়ে,

অদৃশ্য কেউ ডাকে আমায়

তাহার দিকে হাত বাড়িয়ে।

ভিতর থেকে যাচ্ছি চলে 

থাকার কথা মন বলো না !!


অদৃশ্য আর দৃশ্য দেখায়

আসা যাওয়ার এই পাগলামি,

কে কাঁদায় কে হাসায় 

তারে কথায় পাবো আমি ??

তারে পেতে দিশেহারা

মন খুঁজে তার সেই ঠীকানা।।







Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান