টাকা টাকা

 টাকা টাকা

খাদিজা বেগম 


টাকা টাকা ও টাকা রে

তোরে ছাড়া বাঁচে না প্রাণ,

তুই ছাড়া আর কেউ দেবে না 

এত দুঃখ থেকে ত্রাণ।।


টাকা ছাড়া ভর্তি নেয় না

কোন ইস্কুল আর কলেজে,

ন্যায় অন্যায়ের ব্যবধান নাই 

তাই তো এখন আর নলেজে।

বাবার চেয়ে বড় টাকা 

টাকাই শান্তি, সুখ, ভগমান।।


টাকা ছাড়া স্বজনেরা 

এখন স্বজন চেনে না কেউ,

টাকা ছাড়া হৃদয় ভাঙে

বুকের ভেতর বেদনার ঢেউ।

টাকা ছাড়া পেলাম শুধু

অবহেলা আর অপমান।।


টাকা ছাড়া নিজের ঘরেই 

আমি এখন বনবাসে,

টাকা ছাড়া ভেসে যাচ্ছি 

এই সমাজের উপহাসে।

টাকার কাছে জিম্মি মানুষ 

টাকার কাছে হেরে যায় জ্ঞান।।


টাকা ছাড়া ডাক্তার সাহেব 

কোন রুগী দেখে না তো,

ঔষধ দেয় না ফার্মেসিতে

হোক না কারো যতই ক্ষত।

কারো জন্য কারো বুকে 

আজ নাই একটু দয়ার স্থান।।


ভিতর বাহিরে সবটা জুড়ে 

শুধু টাকার লোভ লালসা,

দুনিয়াতে নেই যেন আর

কোন প্রেম ভালোবাসা।

দে দেখা দে ও টাকারে

নতুন টাকার কি দারুন ঘ্রাণ।।


ধরলে একবার ছাড়েনা আর

টাকার নেশা বড় নেশা,

এই নেশাতে কঠিন হলো

একজন অমানুষ হয়ে বাঁচা।

টাকার নেশায় মানুষগুলো 

হারিয়েছে তার অবস্থান।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান