ভালবাসার অভাবে
ভালবাসার অভাবে
খাদিজা বেগম
ভালবাসার অভাবে আজ
হাত পেতেছি তোমার দ্বারে,
যতই আমায় দাও তাড়িয়ে
আসবো ততই বারে বারে।
আমির হতে চাই না আমি
তোমার প্রেমের ভিখারিনি,
তুমি আমায় একটু একটু
প্রেম দিও গো চিরদিনি।
বুক ফেটে যায় প্রেম তিয়াশায়
একটু প্রেম দাও, দাও আমারে।।
শ্রাবন ঝরা বৃষ্টির দিনে
ভিজে ভিজে আমি জ্বলি,
জেগে জেগে লিখি আমি
তোমার প্রেমের গীতাঞ্জলি।
এই জীবনে প্রেম বিহনে
বল কেউ কি বাঁচতে পারে??
এ কোন প্রেমে ভুগী আমি
অসুখ ছাড়া রোগী আমি?
বিনা দোষে দোষী আমি
সবার কাছে আজ আসামি।
প্রেমের জ্বালা জ্বলে মনে
ব্যথা করে হাড়ে হাড়ে।।
Comments
Post a Comment