থাকবো না আর

 থাকবো না আর 

খাদিজা বেগম 


আমার আমি থাকবে না আর 

সময় হইছে চলে যাবার,

মাফ করে দাও প্রতিবেশী

প্রানের প্রিয় ভাই, বোন আমার।।


ভাঙা চূড়ায় এই খাঁচাতে 

কেউ কি থাকতে পারে বন্দি?

চলে যাবার সুখে আমার

দুই নয়নে বইছে নদী।

যার আমি তার কাছেই যাবো

তাই দোয়া চাই বারবার সবার।। 


চলে যাবার খবর পেয়ে 

আমার আমি আনন্দিত,

স্বাধীন জীবন হবে আমার 

চলবো আমি মনের মত।

রোগ, শোক, অভাব থাকবে না আর

সেথায় কিছুই নাই হারাবার।।


রেখে যাবো বুকের মানিক 

তোমরা তাদের দেখে রেখো,

অনাদরে ছাই করো না 

খুব আদরের সোনা মুখো।

আইলে ভবে যাইতেই হবে

কোন উপায় নেই তো থাকার।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান