বেঁচে থাকতে
বেঁচে থাকতে পারবো না
খাদিজা বেগম
তুমি আমি আমরা কেহ
বেঁচে থাকতে পারবো না,
তাই এসো ভাই শপথ করি
কারো ক্ষতি করবো না।
মাটির মানুষ চলে যাবে
থেকে যাবে কর্মফল।
কর্ম দেখেই চিনবে তোমায়
তুমি আসল না নকল?
ভুল করিলে শাস্তি দিতে
নিজেকেও ছাড়বো না।।
ভুলকে আশ্রয় প্রশ্রয় দিলে
বেড়ে যাবে অপরাধ,
ন্যায়ের সাথে থাকো মানুষ
গড়ে তুলবো ন্যায়ের হাত।
কারো প্রতি কোন রকম
অবিচার আর করবো না।।
এমন কর্ম করবো ভবে
যেন মরেও থাকি ভালো,
অন্ধকার ঐ কবরে পাই
ঐ জান্নাতের সুখ আলো।
অভিশপ্ত কর্ম করে
নরকের পথ ধরবো না।।
Comments
Post a Comment