এই দেশ আমার
এই দেশ আমার খাদিজা বেগম এই দেশ আমার জন্মভূমি আমি তারই বুকের সন্তান, জীবন দিয়ে হলেও আমি রক্ষা করব এই দেশের মান। এই দেশ আমার মা জননী আমি তারই রক্ষা কারী, এই দেশেতে ঠাই দেবনা কোন পাপী অনিষ্টকারী। চিরদিনই রাখবো ধরে সযতনে দেশের সম্মান।। এই দেশেতে জীবন শুরু এই দেশ আমার শেষ ঠিকানা, শত্রুর সাথে লড়বো আমি এই দেশ ছেড়ে যাবনা মা। সইবো না মা তোর অপমান থাকতে আমার এই বুকে প্রাণ।। ন্যায়ের সাথে অটল থেকে দূর করিব সব দুর্নীতি, সত্য নিয়ে এগিয়ে যাব ধ্বংস করব মিথ্যা ভীতি। বিশ্বের বুকে রেখে যাবো দেশের জন্য শীর্ষস্থান।।