চলবেই চলবে

 চলবেই চলবে

খাদিজা বেগম


চলবেই চলবে চলবেই চলবে

মিথ্যার সাথে সত্যের যুদ্ধ,

হবেই হবে সততার জয়

মিথ্যা হবে আবরুদ্ধ।


কোথায় নবীন, প্রবীণ ভাই, বোন

সময় এখন যুদ্ধে যাবার,

সন্ত্রাসী আর দুর্নীতিবাজ

বধ করিব আমরা এই বার।

যুদ্ধে যাব যুদ্ধে যাব 

একে একে হও উদ্বুদ্ধ।।


সোনা ফলা আমার এই দেশ 

ওদের করতে দেব না ছাই,

পক্ষ নেবার আগে আমরা 

করব সত্য মিথ্যার যাচাই।

সত্যটারে ধারণ করে

গড়ব এই দেশ সহি শুদ্ধ।।


জ্ঞানে গুনে, ন্যায় নীতিতে

মান সম্মানে হব সফল।

বিশ্বসেরা এ দেশ আমার 

সগৌরবে রাখবো উজ্জ্বল।

খাদ্য, বস্ত্র, বাসস্থান আর

শিক্ষায় রবে দেশ সমৃদ্ধ।।






Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান