পাখিদের
পাখিদের
খাদিজা বেগম
পাখিদেরও পালক থাকে
পশুদেরও থাকে পশম,
খোলামেলা কেন মানুষ
নাই কি তোমার কোন শরম?
তুমি হলে অমূল্য ধন
দাওনা কেন নিজের মূল্য,
এই ভুবনে কেউ হবে না
জ্ঞানে তোমার সমতুল্য।
তুমি কেন হাসির পাত্র?
লোকে দেখে হাসে চরম।।
বনের গাছও ঢেকে রাখে
নিজেকে তার ছাল বাকলে,
শ্রেষ্ঠ মানুষ হয়েও কেন
রাখতে চাওনা গা আবডালে?
সব কিছুরই সীমা আছে
করোনা তা কেউ অতিক্রম।।
শালীন পোশাক দিয়ে তোমায়
যত সম্ভব রাখো ঢেকে,
শ্রদ্ধা ভক্তি করবে লোকে
সালাম দেবে তোমায় দেখে।
জ্ঞানীগুণী ভুল শুধরে নেয়
বোকারা হয় রাগে গরম।।
কন্ঠে তোমার পশুর হুংকার
কাজে কর্মেও তুমি হিংস্র,
কথার বিষে মন মরে যায়
জিহ্বা যেন একটা অস্ত্র।
সত্যিকারের মানুষ যারা
তাদের কথা থাকে নরম।।
Comments
Post a Comment