অন্য জনের

 অন্যজনের

খাদিজা বেগম 


অন্যজনের পিছে ছুটে

সময় নষ্ট করবে না আর,

নিজের মতো এগিয়ে যাবে 

এখন সময় সামনে যাবার।


পিছে ছুটলে পিছেই থাকবে 

পারবো না আর তো আগাতে,

নিজের কর্ম ঠিক করো মন 

কর্মী মনা মন জাগাতে। 

নিজের উপর ভরসা রাখো 

জয় সুনিশ্চিত সামনে তোমার।।


যা মনে চায় তাই করো মন 

অন্যের ক্ষতি করো না, না,

অন্যজনার করলে ক্ষতি 

তোমার ভাল হবে না, না।

মিথ্যে থেকে বেরিয়ে মন

সন্ধান করো তার সততার।।


ব্যর্থ হওয়ার পরে আবার 

চেষ্টা করো তুমি বারবার,

হাজারো বার ব্যর্থতার পর

সফলতা আসবেই একবার ।

অন্য কর্ম করার আগে

তোমায় করি ও আবিষ্কার ।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান