টাকা
টাকা
খাদিজা বেগম
০৮/১১/২০১৮
মায়া ভরা এই দুনিয়ায়
টাকা-পয়সার মালিক যারা
ভালোবাসা বিলাসীতা
সবই দখল নিলো তারা।
টাকা পেলে কথা বলে
রঙিন রঙিন কাঠের পুতুল,
মিষ্টি মিষ্টি সৌরভ ছড়ায়
দৃষ্টি কারা কাগজের ফুল ।
চাকরি মেলে ব্যবসা মেলে
সবি মেলে টাকা হলে,
প্রিয়জন হয় আরো আপন
কাছে আসে দলে দলে।
টাকা-পয়সা এখন যেনো
পিতা-মাতার চেয়েও বড়,
হালাল হারাম পরে ওরে
আগে হাতে টাকা ধরো।
সঠিক পথে টাকা কামাই
হয় না তাতে কোনোই পাপ,
টাকাবীনে বর্তমানে
বেঁচে থাকাই যে অভিশাপ।
টাকায় টাকায় গড় তুমি
আকাশ সমান টাকার পাহাড়,
এই টাকারি করতে হবে
পূর্ণ সঠিক সৎ ব্যবহার।
এই টাকার ঘ্রাণ নেশার মতোন
মাতাল করে মানুষের মন,
মানুষগুলো হয় যে পশু
টাকার নেশায় অন্ধ নয়ন।
টাকার পিছু ছুটে ছুটে
মানব জ্ঞান হচ্ছে যে শেষ,
তবুও দূর হলো না তো
টাকার অভাব যন্ত্রণা ক্লেশ ।
টাকা নামের জিকির করে
কাটে তোমার দিবা রাত্রি,
ভুলে গেলে তুমিও ভাই
মৃত্যু পথের পথ যাত্রী।
এই দুনিয়ার টাকা-পয়সা
দুনিয়াতেই যাবে থেকে,
এই দুনিয়া তোমায় দেবে
তাহার মাটি দিয়ে ঢেকে।
শুন্য হাতে এসেছিলাম
আবার শূন্য হাতেই যাবো,
সকল কর্মের আগে ওমন
এই কথাটা একবার ভাবো।
হারাম টাকায় আরাম হয় না
হয় যে শুধু সৃষ্টি শত্রু,
শত্রু নামের জাহান্নামে
চায় যে তোমার দ্রুত মৃত্যু।
মৃত্যুতে ঐ শত্রু খুশী
ওরে দিতে তোমায় সাজা,
ক্ষুধার্ত ঐ জাহান্নামে
তোমায় পেয়ে করবে মজা।
হালাল-হারাম,কুরআন-হাদীস
মানতে কেন করো যে ভুল,
ক্ষণিক সুখে ডুবে থেকে
ধ্বংস কেন করছো দু'কুল?
(ভুল ধরিয়ে দিবেন) প্লিজ বন্ধু।
Comments
Post a Comment