সুপথ
সুপথ
খাদিজা বেগম
পথে পথে খুঁজি আমি
পথ হারানো সেই পথ,
পথ পেয়েও আবার হারাই
কাটেনা মোর বিপদ।
পথের সাথে হারিয়েছি
আমার যত মঙ্গল,
পথের খোঁজে পথে পথে
আমি পথের পাগল।
পথ খোঁজে দাও ওগো আল্লাহ
আমি নবীর উম্মত।।
পথ হারানো পথিক আমি
পথের খোঁজে কাঁদি,
আবার সেই পথ ফিরে পাবো
সে আশায় বুক বাঁধি।
তুমি আমার শেষ ভরসা
চাই তোমারই হেকমত।।
অনুতাপ মন স্বপ্ন দেখে
সুপথ ফিরে পাবার,
তাই তো বারবার পথ হারিয়ে
ফিরে আসি আবার।
মাফ করে দাও আল্লাহ্ আমায়
দেখিয়ে দাও সুপথ।।
Comments
Post a Comment