বিশ্বকাপ
বিশ্বকাপ
খাদিজা বেগম
বিশ্বকাপ বিশ্বকাপ
কাপ কাপ আহ্ বিশ্বকাপ,
হবোরে হব হবোরে জয়ী
বিশ্বকাপ বিশ্বকাপ।
রাত্রি জেগে দেখব খেলা
দেখব খেলা দিন ভরিয়ে,
প্রিয় দলের বিজয়য়েতে
যাব খুশির সীমা ছাড়িয়ে।
দোকানপাটে রাস্তা ঘাটে
শুধু খেলার কথা আলাপ।
বিশ্বজুড়ে খেলার খুশি
বাতাসে বইছে খেলার ঘ্রাণ,
প্রাণে প্রাণেতে আনন্দ ঢেউ
এই খেলা খেলে জুরাই প্রাণ।
সবার মাঝে কি আনন্দ
খেলার তাপে সবি উত্তাপ।।
কেউ বা হারে কেউ বা জিতে
কে বা কাঁদে কেউ বা হাসে,
তবু খেলার উল্লাসেতে
উল্লাসিত হৃদয় ভাসে।
পাবোরে পাবো আমরাই পাব
বিশ্বকাপ বিশ্বকাপ।।
Comments
Post a Comment