দেশমাতা
দেশমাতা
খাদিজা বেগম
দেশ মাতা আজ চেয়ে আছে
তার সন্তানের দিকে,
সন্তান ছুটে দলে দলে
নেই প্রয়োজন মাকে।
মা যদি তোর যায় হারিয়ে
কোথায় থাকবি তোরা?
দলের জন্য চুরি কর
ওরে কপাল পোড়া।
দেশের সম্পদ লুটিস না আর
তোরা ঝকে ঝাকে।।
মানুষ হইলে বাঁচারে তুই
এই দেশ মাতার ইজ্জত,
দল ছেড়ে আয় দেশের কাছে
যদি থাকে হিম্মত?
আয় ফিরে আয় মায়ের কাছে
রক্ষা করতে মাকে।।
আর করিস না খুনাখুনি
চাঁদাবাজি ছিনতাই,
তোদের ভুলে লাগলো আগুন
দুর্নীতিতে সব ছাই।
মায়ের কোলে জন্ম নিয়ে
ভুলিস না তোর মাকে।।
Comments
Post a Comment