গানের দেশে

 গানের দেশে

খাদিজা বেগম 


গানের দেশে জন্ম আমার 

ভালবাসিয়া আমি গাইতে,

গান ছাড়া মন ভাল্লাগেনা 

গান গাই আমি দিনে রাইতে।


গানে গানে স্বপ্ন দেখাই 

গানে জাগাই নির্বোধ জাতি,

গানে গানে জ্বালিয়ে দেই 

আঁধার ঘরে ঘরে বাতি।

গানে গানে সাহস জাগাই 

বিপদে দেই না ডরাইতে।।


গানে গানে মুছিয়ে দেই 

দুঃখী জানার দুঃখ, কষ্ট,

গানে গানে ডেকে আনি 

পথ হারানো ঐ পথভ্রষ্ট।

গানে গানে জানিয়ে দেই 

চেষ্টা করো ভুল শোধরাইতে।।


গানে গানে কান্না লুকাই

 সুরে সুরে আমি হাসি,

 রাত গভীরে তার বিরহে 

আমি চোখের জলে ভাসি।

শত জ্বালায় জ্বলে এ মন 

গান গাই আমি মন জুড়াইতে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান